বলিউড অভিনেতা রাজকুমার রাও আবারও তার পুরনো স্টাইলে ফিরেছেন। রাজকুমারের ‘মালিক’ সিনেমার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছিলেন দর্শকরা। এমন পরিস্থিতিতে গত শুক্রবার প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তার অ্যাকশন থ্রিলার সিনেমা ‘মালিক’।
এই সিনেমাতে রাজকুমারকে ফের একবার চেনা ফর্মে দেখা গেল। শুধু অভিনেতা নন, তার ভক্তদেরও এই সিনেমা নিয়ে প্রত্যাশা তুঙ্গে।
রাজকুমার রাওয়ের সিনেমা ‘মালিক’ পরিচালনা করেছেন পুলকিত। এই সিনেমাটি সমালোচকদের কাছ থেকে দুর্দান্ত পর্যালোচনা পেয়েছে। রাজকুমারের অভিনয়ের প্রশংসায় পঞ্চমুখ সকলেই। ‘মালিক’ সিনেমাতে গ্যাংস্টারের ভূমিকায় ধরা দিয়েছেন রাজকুমার রাও। সিনেমাতে তার সঙ্গে মুখ্য ভূমিকায় রয়েছেন মানুষী চিল্লার।
রাজকুমার রাও ও মানুষী ছাড়াও এই সিনেমাতে রয়েছেন সৌরভ শুক্লা, হুমা কুরেশি, অংশুমান পুষ্কর এবং স্বানন্দ কিরকিরে। এ সিনেমায় আরেকটি চমক হচ্ছেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। টলিউডে বহুবার পুলিশ চরিত্রে অভিনয়ের পর ‘মালিক’ সিনেমায় এক দুঁদে পুলিশ অফিসারের ভূমিকায় আছেন এই দাপুটে অভিনেতা।
এদিকে, ‘মালিক’-এর উদ্বোধনী দিনের সংগ্রহের প্রাথমিক পরিসংখ্যান প্রকাশ পেয়েছে। বিনোদন বাণিজ্যের তথ্যদাতা প্রতিষ্ঠান ‘স্যাকনিল্ক’র প্রাথমিক প্রতিবেদন থেকে জানা গেছে, ‘মালিক’ প্রথম দিনে এখন পর্যন্ত ৩ দশমিক ৩৫ কোটি রুপি সংগ্রহ করেছে। যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৫ কোটি রুপি। এটা এখনো চূড়ান্ত পরিসংখ্যান নয়।
আশা করা হচ্ছে, ‘মালিক’ সিনেমাটি সপ্তাহ শেষে আরও ব্যাপক আয় করবে। কিন্তু এর সামনে এরই মধ্যে দাঁড়িয়ে আছে ‘হাউজফুল ৫’, ‘সিতারে জামিন পার’, ‘মা’, ‘মেট্রো ইন দিনো’র মতো সিনেমা। তবুও গল্প এবং অভিনয়ের উপর জোর দিয়ে সিনেমাটি কেমন ব্যবসা সেটি দেখার অপেক্ষায় রয়েছেন চলচ্চিত্র বিশ্লেষকরা।
রাজকুমার রাও সিনেমা মুক্তির আনন্দের মাঝে কয়েকদিন আগে সংসার জীবনের সুখবর দিয়েছেন। তিনি ও তার স্ত্রী পত্রলেখা এক পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে তারা বাবা-মা হতে যাচ্ছেন। এরপর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে চলছে অভিনন্দনের জোয়ার।