ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

বাংলাদেশ-নেপাল মুখোমুখি আজ

স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ১০:০৮ এএম

ঢাকায় চলমান সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত সূচনা করেছে বাংলাদেশ। নিজেদের প্রথম ম্যাচে বাংলাদেশের মেয়েরা ৯-১ গোলে হারিয়েছে শ্রীলঙ্কাকে। বড় জয়ে টুর্নামেন্ট শুরু করায় দারুণ উজ্জীবিত এখন বাংলাদেশ দল। আজ নেপালের বিপক্ষেও জয়ে চোখ থাকবে তাদের। বসুন্ধরা কিংস অ্যারেনায় বাংলাদেশ-নেপাল ম্যাচটি সন্ধ্যা ৭টায় শুরু হবে।
বয়সভিত্তিক সাফ চ্যাম্পিয়নশিপের শিরোপা ধরে রাখার লক্ষ্য নিয়ে খেলছে বাংলাদেশ। গত আসরে শিরোপা জিতেছিল তারা। শিরোপা জয়ের মিশনটা বড় জয় দিয়ে শুরু হওয়ায় আফঈদা খন্দকারদের আত্মবিশ^াস বেড়েছে। নেপালের বিপক্ষেও তারা জয় আশা করছে। টুর্নামেন্টে শিরোপা জয়ের আশা করছে নেপালও। নিজেদের প্রথম ম্যাচে তারাও বড় জয় পেয়েছে। ভুটানকে ৬-১ গোলে হারিয়ে টুর্নামেন্টে যাত্রা করেছে নেপালের মেয়েরা। তাদের পক্ষে পূর্ণিমা রায় হ্যাটট্রিকসহ ৪ গোল উপহার দেন। বাংলাদেশের বিপক্ষে এই ফুটবলার আতঙ্কের কারণ হতে পারেন। তবে প্রথম ম্যাচে সাগরিকা হ্যাটট্রিক করেছেন। বাংলাদেশের মেয়েরা যেভাবে আগ্রাসী ফুটবল খেলেছেন, তাতে নেপাল ম্যাচকে ঘিরেও ভালো কিছুর আশা। গত ম্যাচে সাগরিকার হ্যাটট্রিক নিয়ে তৃপ্তি থাকলেও বাংলাদেশ কোচ পিটার জেমস বাটলার দলের সামগ্রিক পারফরম্যান্সে খুশি হতে পারেননি। কারণ গোলমুখে মুনকি-শিখাদের সুযোগ নষ্ট করেছেন। অবশ্য মাঠের কন্ডিশনও ভালো ছিল না। প্রথম ম্যাচ শেষে বাটলার বলেন, ‘প্রথমত গতিময় এবং আক্রমণাত্মক খেলার জন্য কন্ডিশন কঠিন ছিল। আমি কেবলই অনুভব করছি, আমরা একটু বেশিই সুযোগ নষ্ট করেছি এবং আমি অল্প কয়েকজনকে খেলার সুযোগ দিতে পেরেছি। আমার দৃষ্টিতে কেউ খুবই ভালো করেছে, অন্যরা হয়তো অতটা ভালো ছিল না। সাগরিকা ছিল দারুণ, নবীরণ দৃঢ় মানসিকতার, শিখাও ভালো করেছে।’ তিনি আরও বলেন, ‘আসলে, এদের মধ্যে অনেকে দীর্ঘ সময় খেলেনি। তবে আমি ভেবেছিলাম, ফিনিশিংয়ে আমরা আরও বেশি কার্যকর হব, কিন্তু মাঠের পরিস্থিতি আমাদের সাহায্যে আসেনি। মাঠ খুবই ভারী ছিল। অবশ্যই, এটা কারো দোষ নয়। কদিন ধরে প্রচুর বৃষ্টি হয়েছিল। মাঠ যেমন ছিল, সেটাই বললাম আরকি। কিন্তু আমরা ৯ গোল করেছি। শেষ দিকে একটা গোল খাওয়ায় একটু হতাশা আছে। তবে স্বস্তির বিষয়, ম্যাচটা আমরা শেষ করতে পেরেছি কোনো চোট ছাড়াই।’