ঢাকা রবিবার, ১৩ জুলাই, ২০২৫

অভিষেকের অপেক্ষায় নওশাবা

বিনোদন প্রতিবেদক
প্রকাশিত: জুলাই ১৩, ২০২৫, ০৯:৩৯ এএম

সিনেমা, ওয়েব কনটেন্ট ও মঞ্চনাটক সব মাধ্যমে ব্যস্ত সময় পার করছেন দর্শকপ্রিয় অভিনেত্রী কাজী নওশাবা আহমেদ। বছর দুই আগে তিনি টালিউডে কাজ করেছেন। সিনেমার নাম ‘যত কা- কলকাতাতেই’। পরিচালনা করেছেন অনিক দত্ত।
অনেক আগেই সিনেমাটির শুটিং সম্পন্ন হলেও পরিকল্পনা অনুযায়ী ২০২৪ সালের দুর্গাপূজায় তা মুক্তি পায়নি। অবশেষে চলতি বছরের দুর্গাপূজায় প্রেক্ষাগৃহে আসছে সিনেমাটি। সম্প্রতি মোশন পোস্টার প্রকাশ করে এ ঘোষণা দেয় প্রযোজনা প্রতিষ্ঠান ফ্রেন্ডস কমিউনিকেশন। এই সিনেমার মাধ্যমে কলকাতায় নওশাবার অভিষেক হবে।
সিনেমার গল্প আবর্তিত হয়েছে ফেলুদার ধাঁচের ধাঁধা ও রহস্যের ছায়ায়। মূল চরিত্রে রয়েছেন ওপার বাংলার জনপ্রিয় অভিনেতা আবির চ্যাটার্জি। সেখানে নওশাবা অভিনয় করেছেন এক বাংলাদেশি মেয়ের চরিত্রে, যে নিজের শিকড়ের খোঁজে কলকাতায় পাড়ি জমান।
দৈনিক রূপালী বাংলাদেশকে নওশাবা বলেন, ‘ভালো কাজের জন্য আমি সব সময় অপেক্ষা করি। এটা মনে হয় তারই পুরস্কার। অবশেষে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। শুটিংয়ের অভিজ্ঞতা দুর্দান্ত। জানি না কতটুকু ভালো করতে পেরেছি। তবে সর্বোচ্চ চেষ্টা করেছি। আশা করছি, সিনেমাটি সবাই পছন্দ করবে।’
যোগ করে তিনি বলেন, ‘২০২৩ সালে বাবা মারা যাওয়ার পর কাজটি করেছি। অনেক অপেক্ষার পর একটি কেন্দ্রীয় চরিত্র। তাও আবার অডিশন দিয়ে পাওয়া। অনিক দার নির্মাণ নিয়ে নতুন করে বলার নেই। তিনি আমাকে বাছাই করে নিয়েছে, সেটা এক জায়গা থেকে বেশ ভালো লাগার।’
নওশাবা আরও বলেন, ‘দারুণ একটি গল্প। আর আবির দাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। তিনি দারুণ একজন অভিনেতা। বিশেষ করে সহ-অভিনেতা হিসেবে আরো ভালো। মানুষ হিসেবেও অসাধারণ। পুরো টিমটা ভালো ছিল। আনন্দ নিয়ে কাজটি করেছি। বাকিটা সময় বলবে। আমার জায়গা থেকে ভালো করার চেষ্টা করেছি।’
সিনেমাটি নিয়ে প্রত্যাশা কেমন? উত্তরে বললেন, ‘আমি খুবই নার্ভাস। প্রথমবার বড় ক্যানভাসের একটি সিনেমায় কাজ করেছি। যে কারণে নার্ভাস লাগছে। আমি পরিশ্রম করেছি। এখন সেটি দর্শক কিভাবে নেয় তা দেখার অপেক্ষায়।’
কলকাতায় নিয়মিত হবেন? অভিনেত্রী বলেন, ‘আমি আসলে পরিকল্পনা করে কাজ করি না। এই কাজটির প্রতিক্রিয়া দেখার অপেক্ষায়। ওখানকার দর্শক যদি আমাকে পছন্দ করে এবং ভালো চরিত্রের প্রস্তাব আসে তাহলে কাজ করার আগ্রহ আছে। আমার কাছে গল্প ও চরিত্র খুবই গুরুত্বপূর্ণ। যেহেতু খুব ভালো একটি ব্যানার থেকে আমার অভিষেক হচ্ছে, সেই জায়গা থেকে আমার চেষ্টা ছিল মান ধরে রাখার।’
দেশের ব্যস্ততার কথা জানিয়ে সর্বশেষ নওশাবা বলেন, ‘থিয়েটার ঘিরেই এখন আমার সব ব্যস্ততা। আমার নির্দেশনায় আগামী ৮ আগস্ট একটি নাটক আসছে। নাম ‘আগুণী’। আমি খুবই অল্প স্বল্প কাজ করি। ভালো কাজ পেলেই আমাকে দেখা যায়।’
সব ঠিক থাকলে সিনেমার মুক্তির সময় কলকাতায় থাকার ইচ্ছাও প্রকাশ করেছেন নওশাবা। চলতি মাসের শুরুতে ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পাওয়া ‘কানাগলি’ ওয়েব সিরিজে গুরুত্বপূর্ণ একটি চরিত্রে দেখা গেছে নওশাবাকে।