কিশোরীকে ধর্ষণ ও হত্যার দায়ে এক ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়েছে ইরান। ধর্ষণের শিকার তরুণীর পরিবারের ইচ্ছায় ওই অভিযুক্তকে প্রকাশ্যে ফাঁসি দেওয়া হয়। ইরানের আদালতবিষয়ক সংবাদমাধ্যম মিজান অনলাইনের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। ধর্ষণ ও হত্যার শিকার ওই তরুণীর পরিবার ইরানের উত্তর-পূর্বাঞ্চলের বুকান শহরের বাসিন্দা। শুরু থেকে সম্পূর্ণ বিচার প্রক্রিয়ার সঙ্গে যুক্ত রাখা হয়েছিল পরিবারটিকে এবং তারাই ধর্ষককে প্রকাশ্যে ফাঁসিতে ঝোলানোর অনুরোধ করে। পরে আদালত তাদের অনুরোধ বিবেচনা করেন। গত মার্চে নিম্ন আদালতে ওই ধর্ষকের মৃত্যুদ-ের রায় দেওয়া হয়। এরপর ইরানের সর্বোচ্চ আদালত ওই শাস্তি বহাল রাখে এবং মৃত্যুদ- কার্যকরের নির্দেশ দেওয়া হয়। ইরানের প্রাদেশিক প্রধান বিচারপতি নাসের আতাবাতি সংবাদমাধ্যম মিজানকে বলেন, ‘দেশের সাধারণ মানুষের এই মামলার প্রতি নজর থাকায় বিচার প্রক্রিয়ায় বিশেষ জোর দেওয়া হয়।’ ইরানে ধর্ষণ ও হত্যা মৃত্যদ-যোগ্য অপরাধ। সাধারণত যেসব ঘটনা বেশি আলোচিত হয়, সেগুলোর দ- সবার সামনে কার্যকর করা হয়। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালসহ বিভিন্ন মানবাধিকার সংস্থার তথ্যমতে, হত্যা ও ধর্ষণের শাস্তি ইরানে মৃত্যুদ-। চীনের পর বিশ্বের দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যুদ- কার্যকরকারী দেশ ইরান।