বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ৩৪ জন ভারতীয় জেলেকে আটক করেছে বাংলাদেশ নৌবাহিনী। এ সময় জব্দ করা হয়েছে ‘এফবি ঝড়’ ও ‘এফবি মঙ্গল চন্ডি-৩৮’ নামের দুটি ভারতীয় মাছ ধরার ট্রলার। ট্রলার দুটিতে বিভিন্ন প্রজাতির কয়েক শ’ কেজি সামুদ্রিক মাছ পাওয়া গেছে। গত সোমবার দিবাগত রাতে মোংলা বন্দরের ফেয়ারওয়ে সংলগ্ন গভীর সাগর এলাকা থেকে এসব জেলে ও ট্রলার আটক করা হয়।
মোংলা উপজেলার সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. জাহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, বাংলাদেশের জলসীমায় অবৈধভাবে প্রবেশ করে মাছ ধরছিলেন ভারতীয় জেলেরা। বাংলাদেশ নৌবাহিনীর নিয়মিত টহলের সময় জাহাজের রাডারে সন্দেহজনক দুটি ট্রলারের গতিবিধি ধরা পড়ে। এরপর ধাওয়া করে ট্রলার দুটি আটক করা হয়।
তিনি আরও বলেন, ‘আটককৃত ট্রলার দুটিতে ইলিশসহ বিভিন্ন প্রজাতির কয়েক শ’ কেজি সামুদ্রিক মাছ পাওয়া গেছে। এসব মাছ নিলামের মাধ্যমে বিক্রি করা হবে।’ আটক ট্রলার ও জেলেদের মোংলা থানায় হস্তান্তর করে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।

 
                             
                                    
                                                                 সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন 
                                     
                                     
                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                                                                                     
                             
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
        
       
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন