দৈনিক রূপালী বাংলাদেশে ৯ জুলাই ‘আধিপত্য বিস্তারে মরিয়া হুয়াওয়ে-জেডটিই’ শিরোনামে প্রকাশিত সংবাদের প্রতিবাদ পাঠিয়েছে হুয়াওয়ে। প্রতিষ্ঠানটির সাউথ এশিয়া দপ্তরের হেড অব এক্সটারনাল কমিউনিকেশন তানভীর আহমেদ প্রেরিত প্রতিবাদলিপিতে প্রতিবেদনে হুয়াওয়ের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগকে ভিত্তিহীন, অনুমাননির্ভর এবং হাস্যকর বলে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি হুয়াওয়ের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরকে ‘প্রকল্পের জিসিসি ক্লজ ৩৮.৪ এ স্পষ্টভাবে অনুমোদিত একটি আন্তর্জাতিক প্র্যাকটিস’ হিসেবে আখ্যায়িত করা হয়।
অন্যদিকে সাবেক ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এবং প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলকের সঙ্গে অত্র মন্ত্রণালয়ের সাবেক সচিব আবু হেনা মোরশেদ জামানের মধ্যেকার বিরোধে হুয়াওয়ের নাম জড়ানোরও প্রতিবাদ জানানো হয়েছে। প্রতিবেদকের বক্তব্য: ঠিকাদারের অর্থায়নে সরকারি কর্মকর্তাদের বিদেশ সফর ‘স্বার্থের সংঘাত’ এবং প্রধান উপদেষ্টার কার্যালয় কর্তৃক জারিকৃত পরিপত্রের লঙ্ঘনও। এমনকি ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তর ও সংস্থা এবং দেশীয় টেলিযোগাযোগ খাতের নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসির কর্মকর্তাদেরও বিভিন্ন সময় নিজেদের অর্থায়নে বিদেশ সফর করায় হুয়াওয়ে। এসব সফরের সঙ্গে কোনো ঠিকাদারি কাজের সম্পর্কও থাকে না।
তাহলে কিসের স্বার্থে একটি ব্যবসাপ্রতিষ্ঠান হয়ে হুয়াওয়ে ‘চ্যারিটি’ করে, সে বিষয়ে কোনো বক্তব্য দেয়নি প্রতিষ্ঠানটি। অন্যদিকে, বিশেষ সহকারী ফয়েজ তৈয়্যবের চাইনিজ এন্টারপ্রাইজ অ্যাসোসিয়েশন মেম্বারস ইন বাংলাদেশের খরচে চীন সফরের পরই এফপিএটি ছাড়াই যন্ত্রপাতি আমদানির নির্দেশনা দেওয়া হয়। হুয়াওয়ে এটির সরাসরি জবাব দেয়নি, অথচ এই সংগঠনের সদস্য হুয়াওয়ে। বিটিসিএলের ৫জি প্রকল্প নিয়ে দুর্নীতি দমন কমিশনে (দুদক) তদন্ত চলমান। কিন্তু কেন তদন্ত চলছে বা এতে হুয়াওয়ের ভূমিকা কী সে বিষয়ে রূপালী বাংলাদেশ প্রেরিত প্রশ্নের জবাব দেয়নি হুয়াওয়ে। প্রতিবেদনে স্পষ্ট যে, সাবেক প্রতিমন্ত্রী পলক স্বাক্ষরিত সভার কার্যবিবরণী পরিবর্তন করেন সচিব আবু হেনা। পাশাপাশি এডিপি সভায় পুনর্দরপত্রের সুপারিশ উপেক্ষা করা হয়। হুয়াওয়ে শুধু ‘প্রতিযোগিতামূলক দর’ বলে দায় সারলেও, প্রক্রিয়ায় হস্তক্ষেপের প্রমাণ তারা খ-ন করতে পারেনি। হুয়াওয়ের দ্বারা প্রভাবিত না হলে একজন সচিব কেন মন্ত্রী বা প্রতিমন্ত্রীর বক্তব্য পাল্টানোর দুঃসাহস করবেন, সে বিষয়ে কোনো ব্যাখ্যাও দেয়নি হুয়াওয়ে।
আপনার মতামত লিখুন :