ঢাকা শনিবার, ০২ আগস্ট, ২০২৫

বললেন গোলাম পরওয়ার

সব ধর্মের মানুষ সমান অধিকার ভোগ করবে

খুলনা ব্যুরো
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ১১:৪৪ পিএম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, ইসলামই একমাত্র জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সব মানুষের নিরাপত্তা এবং অধিকার নিশ্চিত করেছে। জনগণ যদি জামায়াতে ইসলামীর হাতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দেয়, তাহলে জনগণ একটি ইসলামিক কল্যাণ রাষ্ট্রের সব সামাজিক, মৌলিক, রাজনৈতিক ও ধর্মীয় অধিকার ভোগ করবে। অতীতে যখনই এ দেশের অমুসলিম সম্প্রদায়ের ওপর বিভিন্ন দল-মতের লোক বিভিন্ন সময়ে অত্যাচার-নির্যাতন চালিয়েছে, তখনই বাংলাদেশ জামায়াতে ইসলামী তাদের পাশে দাঁড়িয়েছে। তার প্রমাণ রয়েছে ডুমুরিয়াবাসীর কাছে। ২০০১ সালে এমপি নির্বাচিত হওয়ার কথা স্মরণ করে সাবেক এই এমপি বলেন, হিন্দু, মুসলিম জাতি ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই ঐক্যবদ্ধভাবে ভোটদানের মাধ্যমে আপনারা আমাকে নির্বাচিত করেছিলেন। তখন আপনাদের দেওয়া আমানত আমি যথাযথভাবে রক্ষার চেষ্টা করেছি। 
গতকাল বৃহস্পতিবার বিকেলে খুলনা জেলার ডুমুরিয়া উপজেলার ধামালিয়া ইউনিয়ন জামায়াতে ইসলামীর উদ্যোগে চেচুড়ী দারুস সুন্নাহ দাখিল মাদরাসায় পথসভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ আহ্বান জানান। 

তিনি আরও বলেন, বর্তমানে বিল ডাকাতিয়ার সমস্যা এই অঞ্চলের মানুষের জন্য একটি মরণফাঁদ হয়ে দেখা দিয়েছে। অতীতে খাল খনন, নদী ড্রেজিং করে পানি নিষ্কাশন করা হয়েছিল। ইতিমধ্যে আমি প্রশাসনের কর্তাব্যক্তিদের সঙ্গে কথা বলে বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের জন্য ১০টি পাম্প এবং সম্প্রতি দুটি হেভিওয়েট পাম্প আনার ব্যবস্থা করেছি। আমাকে পুনরায় এ অঞ্চলের সেবা করার সুযোগ দিলে বিল ডাকাতিয়ার পানি নিষ্কাশনের স্থায়ী সমাধানসহ এই অবহেলিত জনপদের বাকি কাজ সম্পন্নের চেষ্টা করব। 

সেক্রেটারি জেনারেল আরও বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আমরা আওয়ামী অপশাসন-দুঃশাসন থেকে মুক্তি পেয়েছি। মূলত, ছাত্র-জনতার ইস্পাত কঠিন ঐক্যের মাধ্যমে এই ঐতিহাসিক বিপ্লব সাধিত হয়েছে। কিন্তু তা নির্বিঘেœ হয়নি বরং আমাদের চড়া মূল্যে কিনতে হয়েছে। এই আন্দোলনে ২ হাজারের অধিক মানুষ রাজপথে বুকের তাজা রক্ত ঢেলে দিয়েছেন। হাজার হাজার আহত ও পঙ্গুত্ব বরণ করেছেন। অনেককেই হাত-পা চোখ হারিয়েছেন। আমরা শহিদ ও ক্ষতিগ্রস্ত পরিবারকে সাধ্যমত সাহায্য-সহযোগিতা করেছি। কোনো কোনো এতিমের ভরণ-পোষণের দায়িত্ব নিয়েছি।

এ সময় সেক্রেটারি জেনারেল বলেন, এবার আর যেনতেন নির্বাচন মেনে নেওয়া হবে না। ১৪, ১৮ ও ২৪ মার্কা নির্বাচনের আলামত লক্ষ্য করা যাচ্ছে। যারা এ ধরনের অপকর্মের চিন্তা করছেন, তাদের জন্য আমাদের স্পষ্ট বার্তা, মানুষ রক্ত দিয়ে পরিবর্তন এনেছে। আবার প্রয়োজনে রক্তের বিনিময়ে পরিবর্তনকে সফল করব। এ ক্ষেত্রে এ জাতি কাউকে ছাড় দেয়নি, আমরাও দেব না। 

স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠার প্রত্যয় ব্যক্ত করে তিনি বলেন, কিশোর, তরুণ ও যুবকদের জন্য এমন এক দেশ রেখে যেতে চাই, যেন শান্তিতে তারা নিঃশ্বাস নিতে পারে। চাঁদাবাজমুক্ত, দখলবাজমুক্ত সমাজ গড়ে তুলতে আল্লাহর আইন ও সৎ লোকের শাসনের বিকল্প নেই। আমরা সবাইকে আল্লাহর আইনের প্রতি আহ্বান জানাচ্ছি। আগামী নির্বাচনে ন্যায় ও ইনসাফের প্রতীক দাঁড়িপাল্লাকে বিজয়ী করে সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হবে।