মঙ্গলবার, ১৯ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:৩৭ এএম

নেইমারকে কাঁদালেন কোতিনহো

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: আগস্ট ১৯, ২০২৫, ০৮:৩৭ এএম

নেইমারকে কাঁদালেন কোতিনহো

খুবই বাজেভাবে হারের অভিজ্ঞতা হলো ব্রাজিলের তারকা খেলোয়াড় নেইমারের। ব্রাজিলিয়ান সেরি আর ম্যাচে তার দল সান্তোস ঘরের মাঠেই ভাস্কো দা গামার কাছে ৬-০ গোলে হেরেছে। নেইমারের ক্যারিয়ারের সবচেয়ে বাজে পরাজয় এটি। চোট পেয়ে ক্যারিয়ারের নানা সময়ে কান্নাভেজা চোখে মাঠ ছেড়েছেন নেইমার।

এবারও তার চোখে দেখা গেল পানি। তবে চোটের কারণে নয়, বড় পরাজয়ের ব্যথায়! ক্যারিয়ারের জঘন্যতম হারের পর ব্রাজিলিয়ান তারকার হৃদয়ের ক্ষত যেমন চোখের জল হয়ে ঝরল, তেমনি ফুটে উঠল তার কণ্ঠেও। আবেগের বিস্ফোরণে বললেন, এমন কিছুর অভিজ্ঞতা তার আগে হয়নি। এবারের লিগে ভাস্কো দা গামা ক্লাবও ধুঁকছিল। এই ম্যাচের আগে ১৭ ম্যাচে স্রেফ ৪ জয়ে তাদের পয়েন্ট ছিল ১৬। সেই দলের কাছেই বিধ্বস্ত হলো সান্তোস। প্রথমার্ধ শেষেও ধারণা করা যায়নি সান্তোসের এমন পরিণতি। ভাস্কো দা গামা তখন এগিয়ে ছিল কেবল ১-০ গোলে। দ্বিতীয়ার্ধে অবিশ্বাস্য এক তা-বে ৫২ থেকে ৬৮ মিনিটের মধ্যে আরও ৫টি গোল করে বসে তারা। ভাস্কো দা গামার হয়ে দুটি গোল করেন ফিলিপে কোতিনহো।

বার্সেলোনা, লিভারপুল, বায়ার্ন মিউনিখ, অ্যাস্টন ভিলার মতো ক্লাবে খেলে ৩৩ বছর বয়সি উইঙ্গার গত মাসেই ফিরেছেন তার শৈশবের ক্লাবে। ম্যাচের শেষ বাঁশি বাজতেই হতাশায় নুয়ে পড়তে দেখা যায় সান্তোসের ফুটবলারদের। গ্যালারি থেকে ভেসে আসে দুয়ো। ভাস্কোর সমর্থকরা তখন গলা ফাটিয়ে গান ধরেছেন আনন্দে। নেইমারকে দেখা গেল মাঠেই বসে পড়তে। হাঁটুতে হাত রেখে মুখ গুঁজে কাঁদলেন তিনি। সতীর্থদের কেউ কেউ এসে চেষ্টা করলেন তাকে সান্ত¡না দিতে ও টেনে তুলতে। কিন্তু ঝটকায় তাদের সরিয়ে দিলেন তিনি।

কোতিনহোসহ প্রতিপক্ষের দু-একজন এসেও তাকে সান্ত¡না দেন। পরে মাইক্রোফোনের সামনে দাঁড়িয়েও তীব্র প্রতিক্রিয়া দেখালেন ৩৩ বছর বয়সি তারকা। নেইমার বলেন, ‘আমি লজ্জিত। আমাদের পারফরম্যান্সে আমি পুরোপুরি হতাশ। সমর্থকদের সবটুকু অধিকার আছে প্রতিবাদ করারÑ অবশ্যই সেটি সহিংসতা ছাড়া। তবে তারা যদি অভিশাপ দিতে চায় ও অপমান করতে চায়, সেই অধিকার তাদের আছে। আমাদের তা প্রাপ্য।’ নিজের কান্নার কারণও ব্যাখ্যা করলেন নেইমার। হতাশায় এমন শব্দও ব্যবহার করলেন, যা ছাপার অযোগ্য। তিনি বলেন, ‘প্রচ- লজ্জার অনুভূতি হচ্ছে।

জীবনে এমন কিছুর অভিজ্ঞতা আগে হয়নি। দুর্ভাগ্যজনকভাবে এটি হয়ে গেছে। ওই কান্না ছিল রাগ থেকে সব কিছুর কারণেই। দুর্ভাগ্যজনকভাবে, আমি তো সব কিছু করতে পারব না।’ এই পরাজয়ের পর কোচ ক্লেবের শাভিয়েরকে বরখাস্ত করেছে সান্তোস। ১৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে তাদের অবস্থান আপাতত পঞ্চদশ।

 

রূপালী বাংলাদেশ

Link copied!