বিপিএলের গত আসরে নানা দুর্নীতির অভিযোগ, অব্যবস্থাপনা ও পদ্ধতিগত ঘাটতি খতিয়ে দেখতে একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। সেই তদন্ত কমিটি প্রাথমিক প্রতিবেদন জমা দিয়েছে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলের কাছে। এবার সেই প্রতিবেদন খতিয়ে দেখবে বিসিবি। বিসিবির সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রতিবেদনে যাদের নাম এনেছে, তাদের বিসিবির গঠনতন্ত্র, আইসিসির দুর্নীতি দমন ধারা ও দেশের প্রচলিত আইন অনুযায়ী প্রক্রিয়ার আওতাধীন করা হবে।
তবে পুরো প্রক্রিয়ার স্বচ্ছতা ও সবার অধিকার রক্ষার্থে এই পর্যায়ে কোনো ব্যক্তি বা সত্তার নাম প্রকাশ করা হবে না। সেরা আন্তর্জাতিক মান ও আইসিসির নির্দেশিকা অনুযায়ী প্রতিবেদন পর্যালোচনা করে কঠোর গোপনীয়তায় পুরো প্রক্রিয়া অনুসরণ করায় জোর দেওয়া হবে বলে জানিয়েছে বিসিবি। কমিটির সুপারিশ বিসিবি সতর্কতার সঙ্গে পর্যালোচনা করবে এবং সময়মতো উপযুক্ত ব্যবস্থা নেওয়ার কথা উল্লেখ করেছে বোর্ড। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বিপিএলের পরের আসর যথাযথভাবে আয়োজনের জন্য প্রাথমিক তদন্ত প্রতিবেদনে বেশকিছু জরুরি সংস্কার প্রস্তাব করা হয়েছে।
এরমধ্যে আছে ফ্র্যাঞ্চাইজি পরিচালনা, দুর্নীতি প্রতিরোধ ব্যবস্থার তদারকি ও কাঠামোগত সুরক্ষা। আগামী মাসের শেষ নাগাদ কমিটি তাদের চূড়ান্ত প্রতিবেদন জমা দেবে বলে আশা করছে বোর্ড, যেখানে থাকবে তাদের বিস্তারিত মতামত ও কাঠামোগত সংস্কারের প্রস্তাবনা। প্রাথমিক তদন্ত প্রতিবেদন নিয়ে বিসিবি আর কোনো মন্তব্য করবে না বলে জানানো হয়েছে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন