আজ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে মঞ্চস্থ হবে বঙ্গরঙ্গ নাট্যদলের নতুন প্রযোজনা ‘মৃত্যুহীন প্রাণ’। উৎপল দত্তের বিখ্যাত নাটক ‘মৃত্যুর অতীত’ অবলম্বনে রচিত এই নাটকের নবনাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মিথুন মোস্তফা।
ধূসর ব্যঙ্গাত্মক আবহে নির্মিত নাটকটিতে উঠে এসেছে শ্রমজীবী মানুষের ন্যায্য অধিকার আদায়ের সংগ্রাম, রাষ্ট্রীয় নিপীড়ন, প্রশাসনিক স্বেচ্ছাচার ও মানবাধিকারের প্রশ্নে প্রতিবাদের তীব্র সুর। বৈষম্য ও অন্যায়ের বিরুদ্ধে শক্ত প্রতিরোধের বার্তাই নাটকের মূল বক্তব্য।
এই নাটকে অভিনয় করছেন মফস্বলের এক সরকারি ডাক্তারের ভূমিকায় ক্যাটরিনা ক্রোরি লাবণ্য, যার চরিত্রটি নেতিবাচক ও জটিল, একজন কুটিল নারীর প্রতিচ্ছবি। এ ছাড়া অন্যান্য গুরুত্বপূর্ণ চরিত্রে রয়েছেন প্রথন মোস্তফা, মিথুন মোস্তফা, শান্তনু সাহা, শমিত মাহবুব শাহাবুদ্দীনসহ আরও অনেকে।
পাশাপাশি মঞ্চসজ্জা, আলোকসজ্জা ও সংগীত পরিকল্পনায়ও রাখা হয়েছে অভিনবত্ব। নাটকের জন্য মৌলিক সংগীত সংযোজন করেছেন সংগীতশিল্পী রাশেদুল হক, আর আলোকসজ্জার দায়িত্বে রয়েছেন হাসান মাহমুদ। প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে আজ সন্ধ্যা ৭টায়, শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল হলে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন