রবিবার, ৩১ আগস্ট, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০১:১৯ এএম

জাপার কেন্দ্রীয় কার্যালয়ে  হামলা-ভাঙচুর-আগুন

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: আগস্ট ৩১, ২০২৫, ০১:১৯ এএম

জাপা

জাপা

রাজধানীর কাকরাইলে গত শুক্রবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর লাঠিপেটায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরসহ কয়েকজনের আহত হওয়ার ঘটনার প্রতিবাদে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ ও সড়ক অবরোধ করেছেন দলটির নেতাকর্মীরা। পাশাপাশি গতকাল শনিবার ঢাকায় জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। এ ছাড়া ঠাকুরগাঁও, খুলনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহীতে জাপার কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানোর অভিযোগ পাওয়া গেছে। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ও রাজশাহীতে জাপার কার্যালয়ে অগ্নিসংযোগও করা হয়েছে।

এদিকে শুক্রবার রাতে হাসপাতালে ভর্তি হওয়া নুরুল হক নুরের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয় বলে জানিয়েছেন চিকিৎসকেরা। তারা জানান, তার মাথায় আঘাত ও মস্তিষ্কে রক্তক্ষরণ এবং নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। নুরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। অন্যদিকে জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ, হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দফা দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। হামলাকারীদের শাস্তি দাবি করেছে বিএনপি-জামায়াতসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠন।

নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ হামলায় জড়িত কেউ রেহাই পাবে না বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় একটি বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করার সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।গত শুক্রবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দিয়ে গণঅধিকার পরিষদের একটি মিছিল যাওয়ার সময় সংঘর্ষে জড়ান উভয় দলের নেতাকর্মীরা। এ ঘটনার পর হামলার প্রতিবাদে রাত সাড়ে ৯টার দিকে মশাল মিছিলের কর্মসূচি শেষে গণঅধিকার পরিষদের কার্যালয়ের সামনে প্রেস ব্রিফিং করতে গেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের লাঠিপেটা করে। এ সময় দলের সভাপতি নুরুল হক নুরসহ বেশ কয়েকজন আহত হন। গুরুতর আহত নুরুসহ ছয়জনকে ঢাকা মেডিকেলে ভর্তি করা হয়। এর প্রতিবাদে রাতেই ঢাকা, ময়মনসিংহ, নারায়ণগঞ্জ, কুষ্টিয়া, পটুয়াখালী ও রাজশাহীর বিভিন্ন এলাকায় বিক্ষোভ মিছিল করা হয়। ময়মনসিংহে জাপা কার্যালয় ভাঙচুর করেন গণঅধিকার পরিষদের নেতাকর্মীরা। এ ছাড়া রাজশাহীতে জাপার জেলা ও মহানগর কার্যালয়ে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।

জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ: গতকাল শনিবার সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির (জাপা) কেন্দ্রীয় কার্যালয়ে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সন্ধ্যায় বিক্ষিপ্ত একদল ব্যক্তি পুলিশের ব্যারিকেড ভেঙে বিজয়নগরের জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ে প্রথমে ভাঙচুর চালায়। এরপর নিচতলার একটি কক্ষের শাটার ভাঙচুর করে ভেতরে ঢুকে অগ্নিসংযোগ করে। ঘটনার আকস্মিকতায় হামলাকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ছাড়া জলকামান নিক্ষেপ শুরু করে। জলকামান দিয়ে আগুন নেভায় পুলিশ। ভাঙচুর ও হামলার পর ওই এলাকায় থমথমে অবস্থা দেখা গেছে। 

গতকাল রাতে সরেজমিনে গিয়ে দেখা গেছে, জাতীয় পার্টির অফিসের নিচতলার একটি কক্ষের ভেতরে ছড়িয়ে-ছিটিয়ে থাকা লিফলেট থেকে ধোঁয়া বের হচ্ছে। কেন্দ্রীয় কার্যালয়ের ভেতরে অন্ধকার। বিদ্যুতের সংযোগ বন্ধ রাখা হয়েছে। কার্যালয়ের সামনে সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের নামফলকে ভাঙচুর চালানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা বলছেন, দুপুরের পর থেকে অধিকার পরিষদের নেতা নুরুল হক নুর আহত হওয়ার ঘটনায় কাকরাইল পানির ট্যাংক ও বিজয়নগর এলাকায় হুলিয়া মিছিল করে দলটি। এ সময় তারা কাকরাইল-পল্টন সড়কটি বন্ধ করে দেয়। প্রায় তিন ঘণ্টা সড়কে যান চলাচল বন্ধ ছিল। বিকেলে বিক্ষুব্ধ নেতাকর্মীরা কয়েকবার জাতীয় পার্টির কার্যালয়ের দিকে আসতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এলাকায় অতিরিক্ত পুলিশ ও সেনাসদস্য মোতায়েন করা হয়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে বিক্ষুব্ধ কয়েকজন নেতাকর্মী পুলিশের ব্যারিকেড ভেঙে জাতীয় পার্টির কার্যালয়ে ইট-পাটকেল নিক্ষেপ করেন। কার্যালয়ের পশ্চিম পাশে একটি শাটার ভেঙে তারা ভেতরে প্রবেশ করে অগ্নিসংযোগ করেন। এরপর পুলিশ জলকামান দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এর আগে জাতীয় পার্টির কার্যালয় থেকে নেতাকর্মীরা বের হয়ে যান।

ডিএমপির রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার মাসুদ আলম সাংবাদিকদের বলেন, ওদের (গণঅধিকার পরিষদের) একটা কর্মসূচি ছিল, কর্মসূচি শেষে ওরা আগুন দিয়েছিল। পরে আমরা তাদের সরিয়ে দিয়ে আগুন নিভিয়ে দিয়েছি। এখন পরিবেশ শান্ত।

এ ছাড়া ঠাকুরগাঁও, টাঙ্গাইল, ময়মনসিংহ, রাজশাহীতে জাতীয় পার্টির কার্যালয়ে হামলা-ভাঙচুর চালানোর অভিযোগও উঠেছে তাদের বিরুদ্ধে। একই সঙ্গে ঠাকুরগাঁওয়ের হরিপুরে ও রাজশাহীর কার্যালয়ে অগ্নিসংযোগ করা হয়েছে।

নুরের চিকিৎসায় উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন:

নুরের চিকিৎসায় গত শুক্রবার রাতেই উচ্চ পর্যায়ের মেডিকেল বোর্ড গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। গতকাল বিষয়টি নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান জানান, নুরের মাথায় আঘাত রয়েছে এবং তার নাক ও চোয়ালের হাড় ভেঙে গেছে। এ কারণে শুক্রবার রাতে অতিরিক্ত রক্তক্ষরণ হয়েছিল। ইতিমধ্যে রক্তক্ষরণ বন্ধ হয়েছে এবং জ্ঞান ফিরেছে। তার সিটি স্ক্যান করা হয়েছে। তবে ৪৮ ঘণ্টার আগে নুরুল হককে আশঙ্কামুক্ত বলা সম্ভব নয়। 

পুলিশের ভূমিকা তদন্তে কমিটি করছে ডিএমপি:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হকের ওপর হামলার ঘটনায় পুলিশের ভূমিকা তদন্তে কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। গতকাল শনিবার ডিএমপি সদর দপ্তরের অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধের দাবি:

এদিকে জাতীয় পার্টিকে ৪৮ ঘণ্টার মধ্যে নিষিদ্ধ করা ও শুক্রবারের হামলার দায় নিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগসহ তিন দাফা দাবি জানিয়েছে গণঅধিকার পরিষদ। অন্য দাবি হলোÑ নুরের ওপর হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন করা। গতকাল শনিবার বিকেলে রাজধানীর বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এক প্রতিবাদ সমাবেশে দাবিগুলো তুলে ধরেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

সমাবেশে বক্তারা জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার দাবি জানান। এর আগ পর্যন্ত রাজপথে প্রতিরোধ গড়ে তোলার কথা বলেন। সমাবেশে নুরুর ওপর হামলার ঘটনা পরিকল্পিত বলে দাবি করা হয়। এ সময় রাস্তায় টায়ার পোড়ানো হয়। পরে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটি মিছিল বের করা হয়। মিছিলটি পুরানা পল্টন মোড়, জাতীয় প্রেসক্লাব, মৎস্য ভবন, কাকরাইল মোড়, বিজয়নগর মোড় হয়ে দলীয় কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

নুরের ওপর হামলায় জড়িত কেউ রেহাই পাবে না:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর নৃশংস হামলার তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। এ হামলায় জড়িত কেউ রেহাই পাবে না বলেও সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে। গতকাল শনিবার বিকেলে এ বিষয়ে একটি বিবৃতি দেয় সরকার। বিবৃতিতে বলা হয়, প্রভাব বা পদমর্যাদা যা-ই হোক না কেন, এ ঘটনায় জড়িত কেউ জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা ও দ্রুততার সঙ্গে বিচার নিশ্চিত করা হবে। শুধু নুরুল হক নুরের ওপর নয়, এ ধরনের সহিংসতা গণতান্ত্রিক আন্দোলনের স্পিরিটের ওপরও আঘাত বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।

অন্তর্বর্তীকালীন সরকার বাংলাদেশের জনগণকে আশ্বস্ত করছে যে, এই নৃশংস ঘটনার একটি পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত সর্বোচ্চ গুরুত্ব সহকারে সম্পন্ন করা হবে। প্রভাব বা পদমর্যাদা যা-ই হোক না কেন, জড়িত কোনো ব্যক্তি জবাবদিহিতা থেকে রেহাই পাবে না। স্বচ্ছতা এবং দ্রুততার সঙ্গে এর বিচার সম্পন্ন করা হবে।

নুরের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত:

নুরুল হক নুর এবং দলের নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত করা হবে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। গতকাল শনিবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আয়োজিত এক ব্রিফিংয়ে তিনি এই তথ্য জানান।  প্রেস সচিব বলেন, নুরুল হক নুর অসুস্থ, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন। তার দলের বেশ কিছু কর্মী আহত হয়েছেন। এই ঘটনার ওপর একটি বিচার বিভাগীয় তদন্তের সিদ্ধান্ত হয়েছে। হাইকোর্টের একজন বিচারপতির নেতৃত্বে এই তদন্ত হবে। এটার টারমস অব রেফারেন্স এবং আরও কোনো সদস্য থাকবে কি না সেটা পরবর্তী সময়ে জানিয়ে দেওয়া হবে। সব বিষয় তদন্ত কমিটি খতিয়ে দেখবে। এ ছাড়া গতকালকের শুক্রবারের ঘটনায় জাতীয় পার্টির কোনো ভূমিকা ছিল কি না তা-ও তদন্ত কমিটি খতিয়ে দেখবে বলে জানান তিনি।

হামলার ঘটনা তদন্তের আহ্বান তারেক রহমানের:

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এ সময় তিনি নুরের দ্রুত আরোগ্য কামনা করেন এবং এ ঘটনার আইনি তদন্তের জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এসব কথা বলেন তিনি। তারেক রহমান আরও বলেন, বিএনপি নুরুল হক নুরের ওপর হামলা এবং কাকরাইলে সংঘটিত সহিংস ঘটনার তীব্র নিন্দা জানায়। আমরা গণতান্ত্রিক উত্তরণের এক অত্যন্ত নাজুক সময়ের মধ্যে আছি। যার প্রথম পদক্ষেপ হলো জাতীয় নির্বাচন। সম্মিলিতভাবে আমাদের নিশ্চিত করতে হবে যে আজকের ঘটনার মতো অস্থিতিশীল ঘটনাগুলো যেন আর না ঘটে এবং গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ যেন বাধাগ্রস্ত না হয়।

বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিবাদ

গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আইসিইউতে চিকিৎসাধীন নুরুল হকের শারীরিক অবস্থার খোঁজখবর শেষে বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডা. আব্দুল মঈন খান বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার পুনরাবৃত্তি চাই না। গণতন্ত্রের রূপান্তর প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে, যাতে এ ধরনের ঘটনা আর না ঘটে। 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি ও সাবেক এমপি ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেন, ফ্যাসিবাদকে পুনর্বাসনের ষড়যন্ত্রের অংশ হিসেবে নুরুল হক নুরের ওপর হামলা চালানো হয়েছে। অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে আওয়ামী ফ্যাসিবাদের দোসররা ঘাপটি মেরে বসে আছে। গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার মাধ্যমে জামায়াতে ইসলামীর সেই দাবি প্রমাণিত হয়েছে।

হেফাজতে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা সাজেদুর রহমান বলেছেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদের চিহ্নিত এজেন্ট জাতীয় পার্টিকেও বিচারিক প্রক্রিয়ায় নিষিদ্ধ করতে সরকারের কাছে জোর দাবি জানাই। 

গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি বলেছেন, আমরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছি। গণঅধিকারের একটি কর্মসূচি শেষে নুর ও রাশেদ খান প্রেস ব্রিফিংয়ের অপেক্ষায় ছিলেন। সেই সময় পুলিশ ও যৌথ বাহিনী কীভাবে হামলা করল এবং এর পেছনে কারা দায়ী, তা অবিলম্বে ও যথার্থভাবে তদন্ত করতে হবে।

এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেন, গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের স্বাস্থ্য নিয়ে আমরা অত্যন্ত উদ্বিগ্ন। ফ্যাসিবাদের বিচার হলে কেন সহযোগীদের বিচারের আওতায় আনা হবে না? ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন থেকে জাতিকে বঞ্চিত করার জন্য আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমানভাবে দায়ী। জাতীয় পার্টির বিষয়ে সুনির্দিষ্ট ব্যবস্থা নিতে বলেছি, কিন্তু সরকার শোনেনি। এখন থেকে রাজপথেই আন্দোলনের মাধ্যমে জবাব দেওয়া হবে। 
 

রূপালী বাংলাদেশ

Link copied!