ডারউইনে চার দিনের ম্যাচে সাউথ অস্ট্রেলিয়ার কাছে ইনিংস ও ১২ রানে হেরেছে বাংলাদেশ ‘এ’ দল। সাউথ অস্ট্রেলিয়ার চেয়ে ২৬৬ রান পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নামা নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫৪ রানে অলআউট হয় বাংলাদেশ। গতকাল তৃতীয় দিনে ৩ উইকেটে ১০৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে তারা। শাহাদাত হোসেন তখন ৪২ ও ইয়াসির আলী ১৮ রানে অপরাজিত ছিলেন। ৬টি করে টেস্ট খেলা দুজনের কেউ বড় ইনিংস খেলতে পারেননি। শাহাদাত ৭ রান যোগ করে ৪৯ রানে আউট হওয়ার পর ইয়াসির আউট হন ৩৬ রানে। ফলে বড় ব্যবধানে হার মানতে হয়েছে সফরকারীদের। হারলেও অস্ট্রেলিয়ায় বোলিংয়ে উজ্জ্বল ছিলেন পেসার আনামুল হক। ‘এ’ দলের জার্সি গায়ে অস্ট্রেলিয়ার উইকেটে গতির ঝড় তুলেছেন এই বোলার। এক ইনিংসে বোলিংয়ে সুযোগ পেয়ে ৩ উইকেট শিকার করেন আনামুল। তার বল খেলতে রীতিমতো হিমশিম খেতে হয়েছে সাউথ অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের।
অস্ট্রেলিয়ায় বোলিং করার অভিজ্ঞতা প্রসঙ্গে আনামুল জানান, ‘ওরা কভার ড্রাইভ কিংবা অন্য শট খেলার সুযোগ দেয়নি। ওভারে একটা-দুইটা বাউন্স ঠিকই মারত। এই জায়গাটা ওরা কন্টিনিউ করে গেছে শুরু থেকে শেষ পর্যন্ত। যে অবস্থায় হোক না কেন, জায়গামতো বল করাটা গুরুত্বপূর্ণ। আমি আমার শেষ উইকেটটা পেয়েছিলাম আউট সুইংয়ের মধ্য দিয়ে। আমি ভেতরের দিকে এবং তারপর বাইরে বোলিং করেছি।’ তিনি আরও বলেন, ‘আমি তালহা ভাইয়ের সঙ্গে আউটসুইং নিয়ে কাজ করেছিলাম। জিনিসটা আসলে কত পারসেন্ট কাজে দিয়েছে তা বলব না। তবে আমি দুই দিকেই বোলিং করার কারণে ওদের আমার বল খেলতে একটু কষ্ট হয়েছে। উইকেটও পেয়েছি উভয় দিকে সুইংয়ের জন্য। আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা অভিজ্ঞতা হয়েছে, এটা আমার উন্নতিতে আরও সাহায্য করবে।’ মাহিদুল ইসলাম অঙ্কনের নেতৃত্বে খেলেছে বাংলাদেশ ‘এ’ দল। শেষ ইনিংসে অধিনায়ক মাহিদুল ৩টি চার ও ১টি ছক্কায় ৩২ রান করেন। স্পিনার নাঈম হাসান করেন ২৫ রান। দলের দ্বিতীয় সর্বোচ্চ ৪২ রান এসেছে স্পিনার হাসান মুরাদের ব্যাট থেকে। শেষ উইকেটে হাসান মাহমুদকে সঙ্গে নিয়ে ৪৮ রানের জুটি গড়েন মুরাদ। এর আগে নিজেদের প্রথম ইনিংসে ১১৪ রানে অলআউট হয় বাংলাদেশ ‘এ’ দল। টিকতে পারে মাত্র ৩৪.৫ ওভার। শেষ জুটি প্রতিরোধ না গড়লে একশও হতো না অবশ্য। সাউথ অস্ট্রেলিয়া নিজেদের প্রথম ইনিংসে ৩৮০ রান তোলে। আগামী বছর আগস্টে অস্ট্রেলিয়ায় দুটি টেস্ট খেলার কথা বাংলাদেশের। ওই সিরিজ মাথায় রেখেই ডারউইনে সাউথ অস্ট্রেলিয়ার বিপক্ষে একটি চার দিনের ম্যাচ খেলল বাংলাদেশ ‘এ’ দল।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন