নরসিংদী জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক ও বেলাবো উপজেলা যুবদলের সাবেক সভাপতি মো. কামাল হোসেনের মমতাময়ী মা মোছা. অঝুফা বেগম বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি... রাজিউন)।
আজ (৩১ আগস্ট) রোববার বিকেল সাড়ে ৩টায় উপজেলার বীর বাঘবের তেতুল তোলা মুড়ে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। প্রিয় নেতার মায়ের মৃত্যুতে নরসিংদী জেলা ও বেলাবো উপজেলা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও পেশাজীবী মানুষ শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানাতে মরহুমের বাড়িতে ছুটে যান এবং গভীর শোক জানিয়েছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, তার বয়স হয়েছিল ৬৬ বছর। তিনি দুই ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে মরহুমের জানাজায় অংশগ্রহণ ও গভীর শোক প্রকাশ করেন বিএনপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব এবং নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন