বিনা মূল্যের পাঠ্যবই ছাপার কাজ বিদেশি প্রতিষ্ঠানকে দিলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) সব কার্যক্রম বন্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) শ্রমিক উইং। একইসঙ্গে বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার পাঁয়তারা বন্ধেরও দাবি জানিয়েছে তারা। গতকাল রোববার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর মতিঝিলে এনসিটিবি কার্যালয়ের সামনে জাতীয় নাগরিক পার্টির পুস্তক শাখার শ্রমিক উইং আয়োজিত মানববন্ধন ও স্মারকলিপি প্রদান অনুষ্ঠান থেকে এমন হুঁশিয়ারি দেন সংগঠনের নেতাকর্মীরা।
এর আগে মানববন্ধনের কর্মসূচির বিষয়টি জানতে পেরে সকালে বই ছাপার বিষয়ে ব্যাখ্যা দেয় এনসিটিবি। এনসিটিবির সচিব মো. সাহতাব উদ্দিনের স্বাক্ষর করা বিজ্ঞপ্তিতে জানানো হয়, পাঠ্যপুস্তক মুদ্রণে আন্তর্জাতিক টেন্ডার আহ্বানের বিষয়টি সঠিক নয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি কিছু প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় তথ্যের সঠিকতা যাচাই না করে ২০২৬ শিক্ষাবর্ষের মাধ্যমিক স্তরের পাঠ্যপুস্তক মুদ্রণে আন্তর্জাতিক টেন্ডার আহ্বানসংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। প্রকাশিত খবরের যথার্থতা না থাকায় এ ধরনের সংবাদে বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে বিশেষভাবে অনুরোধ করা হলো।
এনসিটিবি সূত্র জানায়, মানববন্ধনে অংশগ্রহণকারীদের সঙ্গে পরবর্তীতে এনসিটিবি কর্তৃপক্ষের সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়। বৈঠকে অংশগ্রহণকারীরা জানান, তারা গণমাধ্যম সূত্রে জেনেছেন, বই ছাপার জন্য আন্তর্জাতিক টেন্ডার হচ্ছে। তবে বিষয়টি যে সত্যি নয়। তারা জানতেন না।
এদিকে কর্মসূচি পালনের সময় ‘শ্রমিক মরবে মানি না, বিদেশি ছাপা চাই না’, ‘দুনিয়ায় মজদুর, এক হও লাড়াই করো’, ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’, ‘বিদেশি কালো হাত, ভেঙে দাও গুঁড়িয়ে দাও’সহ নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
কর্মসূচিতে শ্রমিং উইংয়ের কেন্দ্রীয় নেতা হাসান বলেন, আমাদের দেশের লাখ লাখ শ্রমিক বেকার, ঠিকমতো তারা খেতে পারেন না। আমরা এটা মানব না। দেশের কাজ দেশেই রাখতে হবে।
আরেক নেতা বলেন, দেশের শ্রমিকরা কাজ না পেয়ে অসহায় দিন পার করছেন। অথচ এদিকে বিদেশে কাজ দেওয়ার ষড়যন্ত্র চলছে। আমরা এসব মানব না। এনসিপির শ্রমিক উইংয়ের মুখ্য সংগঠক শিপন বলেন, রাষ্ট্রের সংবিধান পরিবর্তন করে শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে হবে।
কেন্দ্রীয় শ্রমিক উইংয়ের প্রধান সমন্বয়কারী মাজহারুল ইসলাম বলেন, দেশের লাখ লাখ শ্রমিক বেকার। তাদের বঞ্চিত করে বিদেশি প্রতিষ্ঠানকে কাজ দেওয়ার পাঁয়তারা রয়েছে। এই সিদ্ধান্ত নেওয়ার আগে শ্রমিকদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি। আমরা এসব সিদ্ধান্ত মেনে নেব না।
তিনি আরও বলেন, বিদেশিদের হাতে কাজ দেওয়ার সিদ্ধান্ত পরিবর্তন করা না হলে আমরা আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেব। দ্রুতই সেটি বাস্তবায়ন করা না হলে এনসিটিবি ভবনের সব কার্যক্রম বন্ধ করে দেওয়া হবে। কর্মসূচিতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দসহ পুস্তক শাখার অর্ধশতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন