সোমবার, ০১ সেপ্টেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:৩৭ এএম

পথেঘাটে কেনা সিমকার্ড কিনে বিপাকে সাধারণ মানুষ

গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৬:৩৭ এএম

সিম কার্ড

সিম কার্ড

*** এনআইডি ও আঙুলের ছাপ নিয়ে একাধিক সিমকার্ড ও বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে প্রতারকরা

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার বিভিন্ন গ্রামে মোটরসাইকেল ও ব্যাটারিচালিত অটোরিকশায় ঘুরে ঘুরে ফ্রি বা স্বল্পমূল্যে সিমকার্ড বিক্রি করছে একটি চক্র। সাধারণ মানুষের সরলতাকে কাজে লাগিয়ে তাদের কাছ থেকে এনআইডি ও আঙুলের ছাপ নিয়ে একাধিক সিমকার্ড ও বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করছে তারা। অথচ সংশ্লিষ্ট ব্যক্তির অজান্তেই সেইসব সিম ও অ্যাকাউন্ট ব্যবহার হচ্ছে প্রতারণা ও অপরাধমূলক কর্মকা-ে।

এমন একজন ভুক্তভোগী বেড়া ডাকুরি গ্রামের মসলা ব্যবসায়ী আমজাদ আলী (৪৫)। তিন বছর আগে তিনি বাড়ির সামনে আসা ফেরিওয়ালার কাছ থেকে বিনা মূল্যে সিমকার্ড নেন। শুধু এনআইডি ও আঙুলের ছাপ দিয়ে রেজিস্ট্রেশন করার পর তিনি একটি সিম পান। কিন্তু সম্প্রতি প্রতারণার মামলায় ঘাটাইল থানা পুলিশ তার বাড়িতে গেলে তিনি জানতে পারেন, প্রতারণায় ব্যবহৃত সিম ও বিকাশ অ্যাকাউন্ট তার নামে খোলা হয়েছে।

আমজাদ আলী বলেন, ‘আমি কিছুই বুঝি নাই। তারা বারবার আঙুলের ছাপ দিল, চোখ মিটমিট করতে বলল, করলাম। পরে শুনি আমার নামে সিম ও বিকাশ অ্যাকাউন্ট করা হয়েছে।’

তার স্ত্রী আসিয়া বেগম জানান, ‘আমরা কখনো ওই নাম্বার ব্যবহার করি নাই। পুলিশ আসার পরই বিষয়টি জানতে পারি। এর সঠিক সমাধান চাই।’

জামতৈল গ্রামের ফাতেমা বেগম (৬৮) জানান, তিন বছর আগে অটোরিকশায় মাইক লাগিয়ে আসা এক বিক্রেতার কাছ থেকে ২০ টাকায় একটি রবি সিম নেন। কিন্তু তার অজান্তেই একই এনআইডি ব্যবহার করে একাধিক সিম ও বিকাশ অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন করা হয়। সম্প্রতি একটি হুমকি ও অর্থ লেনদেনের অভিযোগে সেই নাম্বার ব্যবহার হওয়ায় বিপাকে পড়েন তিনি।

ফাতেমা বেগম বলেন, ‘আমাকে শুধু একটাই সিম দিয়েছিল। কিন্তু কয়টা সিম বা বিকাশ করেছে, আমি জানি না।’

অন্য আরেক ভুক্তভোগী কোনাবাড়ি বাজারের বাসিন্দা মো. রনি জানান, ফেরিওয়ালার কাছ থেকে কেনা সিমকার্ড দিয়ে বিকাশ অ্যাকাউন্ট খোলার চেষ্টা করলে দোকানে বলা হয়, তার এনআইডি দিয়ে আগেই বিকাশ খোলা হয়েছে।

এ ব্যাপারে রবি-এয়ারটেলের মধুপুর জোনের এরিয়া ম্যানেজার মো. তারেক হোসেন বলেন, ‘আমি এখানে নতুন এসেছি। আগের অভিযোগ পেয়ে গোপালপুরের পুরো হাউস বন্ধ করেছি। এখন টেকনিক্যালি এমন ঘটনা ঘটার সুযোগ নেই।’

স্থানীয় ব্যবসায়ী আশরাফুল আলম বলেন, ‘গ্রাহককে সচেতন হতে হবে। পথেঘাটে সিম না কিনে অনুমোদিত দোকান থেকে কিনলেই প্রতারণা এড়ানো সম্ভব।’

ঝাওয়াইল ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান তালুকদার জানান, তার ইউনিয়নের অনেক মানুষ এ ধরনের প্রতারণায় পড়েছেন। এজন্য গ্রামে ফেরি করে সিম বিক্রি নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে। গোপালপুর থানার ওসি গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘এই চক্রকে শনাক্তের চেষ্টা চলছে। কাউকে পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

রূপালী বাংলাদেশ

Link copied!