স্প্যানিশ লা লিগায় টানা তৃতীয় ম্যাচে জিতল রিয়াল মাদ্রিদ। গত শনিবার দিবাগত রাতে তারা ২-১ গোলে হারায় মায়োর্কাকে। রিয়ালের জয়ের নায়ক ভিনিসিয়ুস জুনিয়র। ৩৮ মিনিটে করা তার গোলেই জিতেছে রিয়াল। তাদের পক্ষে অপর গোলটি করেন আরদা গুলার। মায়োর্কার হয়ে গোল করেন মুরিকি। অন্যদিকে, টানা তৃতীয় ম্যাচে ধাক্কা খেল আতলেতিকো মাদ্রিদ। আলাভেসের বিপক্ষে ১-১ গোলে ড্র করে তারা। ফলে নতুন মৌসুমে প্রথম তিন ম্যাচে জয়ের মুখ দেখা হলো না আতলেতিকোর।
ঘরের মাঠে সান্তিয়াগো বার্নাব্যুতে মায়োর্কার ভেদাত মুরিকি প্রথমে গোল করলেও দ্রুত জবাব দেয় লস ব্লাঙ্কোসরা। আরদা গুলার ও ভিনিসিয়ুস দুই মিনিটের মধ্যে দুটি গোল করে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। কোচ জাবি আলোনসোর দল আরও তিনটি গোল করলেও অফসাইড ও হাত লাগার কারণে বাতিল হয়ে যায়। তবুও নতুন কোচের অধীনে উন্নতির ধারাবাহিকতা ধরে রাখে রিয়াল। ক্লাব বিশ^কাপ শেষে পর্যাপ্ত প্রাক-মৌসুম প্রস্তুতি ছাড়াই জয়রথে আছে আলোনসোর দলটি। রিয়াল কোচ বলেন, ‘ভালো টিম স্পিরিটের কারণে আমরা ম্যাচ ঘুরিয়ে নিতে পেরেছি, আমি খুব খুশি এই শুরুতে, আমরা এটাই চেয়েছিলাম, জানতাম আমাদের আরও ম্যাচ খেলার প্রয়োজন।’ গত সপ্তাহে বেঞ্চে ছিলেন ভিনিসিয়ুস জুনিয়র এবং ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড। এই ম্যাচে প্রথম একাদশে ফেরেন দুজন। ফিরেই দেখান ঝলক। ব্রাজিলিয়ান তারকা পান গোল। মৌসুমে তিন গোল করা কিলিয়ান এমবাপ্পে আলেকজান্ডার-আর্নল্ডের পাস থেকে শুরুর দিকে গোল করলেও অফসাইডের কারণে তা বাতিল হয়।
১৮ মিনিটে মুরিকি কর্নার থেকে কাঁধ দিয়ে বল জালে পাঠালে মায়োর্কা এগিয়ে যান। এটি ছিল লা লিগায় মাদ্রিদের বিপক্ষে প্রথম হজম করা গোল। ৩৮ মিনিটে কারেরাসের ক্রস থেকে ডিন হুইসেনের হেডে বল আসে আরদা গুলারের সামনে, তিনি হেড করে গোল করেন। মায়োর্কা তখনো সামলে উঠতে পারেননি, এরই মধ্যে ভিনিসিয়ুস দারুণ গতিতে ঢুকে নিচের কোনায় বল জালে জড়ান। এগিয়ে যায় রিয়াল। এমবাপ্পে বিরতিতে যাওয়ার আগে গোলের সহজ সুযোগ মিস করেন। তার আরেক গোল অফসাইডের কারণে বাতিল হয়। এদিকে, ১৮ বছর বয়সি ফ্রাঙ্কো মাস্তান্তুওনো প্রথমবার বার্নাব্যুতে শুরুর একাদশে নামার সুযোগ পেয়ে ভালোই আত্মবিশ্বাস নিয়ে খেলেছেন। তার দারুণ ফুটওয়ার্কে গুলার গোল করলেও হাত লাগার কারণে তা বাতিল হয়।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন