শরীয়তপুরের নড়িয়া পৌরসভার বৈশাখীপাড়ায় মারকাজুন নুর ইন্টারন্যাশনাল মাদ্রাসার ১১ বছরের এক ছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ওই মাদ্রাসার শিক্ষক আশিকুর রহমানকে (২৬) কারাগারে পাঠিছয়েছে পুলিশ। গতকাল রোববার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। এর আগে শনিবার রাতে পুলিশ নড়িয়া বাজার থেকে তাকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত আশিকুর রহমান নড়িয়া পৌরসভার পাইকপাড়া গ্রামের গিয়াস উদ্দিন বেপারীর ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার বিকেলে অভিযুক্ত শিক্ষক কৌশলে তার শয়নকক্ষে ছাত্রীকে ডেকে নেয়। পরে তাকে ‘ধর্ষণের চেষ্টা’ করে। এ সময় ছাত্রীটি দৌড়ে পালিয়ে যায়। ঘটনার পর থেকে অভিযুক্ত পলাতক ছিল। এ বিষয়ে শনিবার ভুক্তভোগী ছাত্রীর নানা বাদী হয়ে নড়িয়া থানায় একটি মামলা দায়ের করেন। মামলার পর নড়িয়া বাজার এলাকা থেকে শিক্ষক আশিকুর রহমানকে গ্রেপ্তার করে পুলিশ। নড়িয়া থানার ওসি আসলাম উদ্দিন মোল্লা বলেন, শনিবার রাতে ধর্ষণের চেষ্টা এই মর্মে একটি মামলা দায়ের হয়। পরে আমরা আসামিকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করেছি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন