ঢাকা শুক্রবার, ১২ সেপ্টেম্বর, ২০২৫

স্বাস্থ্য কর্মকর্তার বদলি

নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি
প্রকাশিত: সেপ্টেম্বর ১২, ২০২৫, ০৩:১৪ এএম

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা হিসেবে দায়িত্ব নেওয়ার এক মাসের মাথায় বদলি হলেন আলোচিত স্বাস্থ্য কর্মকর্তা ডা. মিজানুর রহমান। গত ৮ জুলাই তিনি নাচোলে যোগদান করেন। তবে যোগদানের পর ২৫ জুলাই নাচোল সাংবাদিক অ্যাসোসিয়েশনের সভাপতি শাকিল রেজা, সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম ও অর্থ সম্পাদক আরিফুল ইসলাম স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে অ্যাম্বুলেন্স চলাচল বন্ধ এবং স্থানীয় পেট্রোলপাম্পে প্রায় ১৫ লাখ টাকার বকেয়া বিষয়ে জানতে চাইলে সাংবাদিকদের সঙ্গে অসদাচরণ করেন তিনি। এ ঘটনার পর বিভিন্ন সংবাদমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলে সমালোচনার মুখে পড়েন ডা. মিজানুর রহমান। অবশেষে চলতি সেপ্টেম্বরের ৯ তারিখে তার বদলির আদেশ কার্যকর হয়। এ বিষয়ে চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন একে এম সাহাবুদ্দিন বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।