স্বাগতিক ইংল্যান্ডের বিপক্ষে বৃষ্টিবিঘিত ম্যাচে জিতল দক্ষিণ আফ্রিকা। কার্ডিফে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে বেশ ভালোই বিঘœ ঘটায় বৃষ্টি। তবু ম্যাচটি মাঠে গড়িয়েছে। শেষ পর্যন্ত বৃষ্টি আইনে ১৪ রানে ইংল্যান্ডকে হারিয়ে সিরিজ শুরু করেছে দক্ষিণ আফ্রিকা। প্রতিকূল আবহওয়ায় ২০ ওভারের ম্যাচ হয়ে যায় মাত্র ১২.৫ ওভারের। বিলম্বিত শুরুর কারণে ম্যাচটি প্রতি দলের জন্য শুরুতে ৯ ওভারে সীমাবদ্ধ করা হয়েছিল। প্রোটিয়ারা ৭.৫ ওভারে আরেক দফা বৃষ্টি নামার আগে ঝোড়ো ব্যাটিংয়ে ৫ উইকেটে করেন ৯৭ রান। তারপর ইংল্যান্ডের সামনেও ৫ ওভারে নতুন লক্ষ্য দাঁড়ায় ৬৯ রানের। কিন্তু সেই লক্ষ্য তাড়া করতে নেমে রান রেটের চাহিদা মেটাতে পারেনি; ৫ উইকেটে ৫৪ রানে থেমেছে তারা। মার্কো ইয়ানসেন ১৮ রানে নেন ২টি উইকেট। করবিন বশও ২০ রানে নেন ২টি। এই দুজনের বোলিং ইংলিশদের প্রতিরোধ করার জন্য ছিল যথেষ্ট। ব্যাট হাতে জশ বাটলার ১১ বলে ১ চার ও ৩ ছক্কায় ২৫ রান করেছেন। তার আগে প্রোটিয়াদের বেশ কয়েকজন বারুদে ব্যাটিংয়ে ২০ রানের বেশি করে তুললে ৭.৫ ওভারে তুলতে পারে ৫ উইকেটে ৯৭ রান। শুরুতে টস জিতেছিলেন ব্রুক। প্রোটিয়া অধিনায়ক এইডেন মারক্রাম ১৪ বলে করেছেন ঝোড়ো ২৮ রান। তাতে ছিল ২টি চার, ২টি ছয়ের মার। অবশ্য ডিপে তার ক্যাচ ছেড়েছিলেন ফিল সল্ট। ম্যাচ-সেরা হওয়া ডোনাভান ফেরেইরা বারুদে ব্যাটিংয়ে ১১ বলে ৩ ছক্কায় খেলেন ২৫ রানের অপরাজিত ইনিংস। তা ছাড় ডেওয়াল্ড ব্রেভিস ১০ বলে ৩ ছক্কায় করেছেন ২৩ রান। লুক উড ২২ রানে নেন ২টি উইকেট। একটি করে নেন জেমি ওভারটন, আদিল রশিদ ও স্যাম কারান।