চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় সড়ক পরিবহন আইন ও ভোক্তা অধিকার সংক্রান্ত অপরাধ দমনে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়েছে। গতকাল রোববার দুপুর ১২টার দিকে দুই দফায় পরিচালিত অভিযানে ৯টি মামলায় মোট ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরার নেতৃত্বে প্রথম অভিযান চাতরী চৌমুহনী বাজার এলাকায় পরিচালনা করা হয়। এ সময় বাস পার্কিংয়ের এলোমেলো অবস্থা, হেলমেট ছাড়া মোটরসাইকেল চালানো ও বৈধ ড্রাইভিং লাইসেন্স ছাড়া যানবাহন চালানোর দায়ে ৮টি মামলায় ১২ হাজার টাকা জরিমানা করা হয়। দ্বিতীয় অভিযান কালা বিবি দিঘীর মোড় এলাকায় পরিচালনা করা হয়। ভোক্তা অধিকার আইন লঙ্ঘনের দায়ে একটি রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট দীপক ত্রিপুরা বলেন, ‘জনসাধারণের নিরাপত্তা, সুশৃঙ্খল সড়ক ব্যবস্থা এবং ভোক্তা অধিকার নিশ্চিত করতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও চালানো হবে।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন