পটুয়াখালীর কলাপাড়ায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ দেওয়া নুরুল ইসলাম গাজী (৫৫) নিখোঁজের ২৭ ঘণ্টা পর মরদেহ উদ্ধার করেছে ফায়ার সার্ভিস। গত শনিবার বিকেল ৩টার দিকে উপজেলার তেগাছিয়া নদী থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত নুরুল ইসলাম পৌর শহরের রহমতপুর এলাকার বাসিন্দা। তিনি পথে পথে রুপার আংটি বিক্রি করে জীবিকা নির্বাহ করতেন। নিহতের মেয়ে রুপা জানান, ‘শুক্রবার দুপুরে তার বাবা পৌর শহরের বাদুরতলী এলাকায় একটি অটোরিকশায় বসেছিলেন। এ সময় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তারা মাদকসহ ওই অটোর চালককে আটক করে। নুরুল ইসলামকে তল্লাশি চালিয়েও কিছু না পেয়ে তাকে ধাওয়া করা হয়। আত্মরক্ষায় তিনি আন্ধারমানিক নদীতে ঝাঁপ দেন এবং নিখোঁজ হন।’ এদিকে অভিযানের বিষয়টি অস্বীকার করেছেন কলাপাড়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইনচার্জ শাহনুল কবির।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন