বাগেরহাটে রিমান্ডে থাকা অবস্থায় মোজাফফর (২৬) নামে এক আসামির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে বাগেরহাট ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। নিহত মোজাফফর বাগেরহাটের রামপাল উপজেলার ভাগা গ্রামের জুনার ছেলে। তার বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮ সেপ্টেম্বর রাখালগাছি এলাকায় বৈদ্যুতিক তার, ট্রান্সফরমারসহ বিভিন্ন যন্ত্রাংশ চুরির অভিযোগে স্থানীয় জনতা মোজাফফরসহ চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করে। ওইদিনই চুরির মামলায় তাদের আদালতে সোপর্দ করলে আদালত কারাগারে পাঠানোর নির্দেশ দেন। পরে পুলিশের রিমান্ড আবেদনের পর বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) এক দিনের রিমান্ডে নেওয়া হয়।
শুক্রবার সকালে রিমান্ডে থাকাকালে মোজাফফর অসুস্থ হয়ে পড়লে অন্য আসামিরা পুলিশকে জানায়। সকাল সাড়ে ৭টার দিকে পুলিশ তাকে সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সকাল ৮টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসকে সোহেলুর রহমান জানান, ইসিজি পরীক্ষায় দেখা যায় গুরুতর হার্ট অ্যাটাক হয়েছে। খুলনায় স্থানান্তরের পরামর্শ দেওয়া হলেও তার আগেই হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে যায়।
বাগেরহাটের পুলিশ সুপার মো. আসাদুজ্জামান বলেন, মোজাফফরের নামে চারটি মামলা রয়েছে। অসুস্থ হয়ে পড়লে পুলিশ দ্রুত হাসপাতালে নিয়ে যায়। সুরতহাল রিপোর্ট ও আইনগত প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এদিকে দুপুর পর্যন্ত মোজাফফরের কোনো স্বজনকে হাসপাতালে পাওয়া যায়নি।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন