বাংলাদেশের হয়ে আর খেলতে পারবেন না সাকিব আল হাসানÑ এমন কথাই বলেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। গত সোমবার বেসরকারি একটি টেলিভিশনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ কথা বলেছেন তিনি। সাকিবের এক ফেসবুক পোস্টের জেরে ক্রীড়া উপদেষ্টার সঙ্গে দুই দিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে পাল্টাপাল্টি চলে। ক্রীড়া উপদেষ্টা বলেছেন, ‘তাকে বাংলাদেশের পতাকা বহন করতে দেওয়া যাবে না। বাংলাদেশের জার্সির পরিচয় বহন করতে দেওয়া, এটা আমার পক্ষে কোনোভাবেই সুযোগ করে দেওয়া সম্ভব না। ইতিপূর্বে এটা আমি বিসিবিকে না বললেও এখন বোর্ডের প্রতি আমার স্পষ্ট নির্দেশনা থাকবে, সাকিব আল হাসান আর কখনো বাংলাদেশ টিমে খেলতে পারবেন না।’ কেন এমন সিদ্ধান্ত নিলেন, সেটাও বলেছেন ক্রীড়া উপদেষ্টা। তিনি বলেন, ‘যতবার তিনি (সাকিব) দেশে আসার জন্য চেয়েছেন, খেলার জন্য চেয়েছেন, বলেছেন, “আমাকে জোর করে নমিনেশন দেওয়া হয়েছে।
আমি রাজনীতির সঙ্গে জড়িত না। আমি শুধু এমপি ইলেকশনটা করেছি এলাকার মানুষের জন্য কাজ করতে চেয়েছি।” কিন্তু আসল সত্যটা তো হচ্ছে, তিনি আসলে আওয়ামী রাজনীতির সঙ্গে আষ্টেপৃষ্ঠে জড়িত, যার প্রমাণ আমরা পেলাম।’ অন্যদিকে, শেখ হাসিনার সঙ্গে ছবি পোস্ট করা এবং তাকে জন্মদিনের শুভেচ্ছা জানানোর প্রসঙ্গে ওই বেসরকারি টেলিভিশনকে মুঠোফোনে সাকিব বলেছেন, ‘সে (শেখ হাসিনা) তো সব সময় সিরিয়াসলি খেলা ফলো করেছে, খেলা দেখছে। তাই না? খেলার সঙ্গে যুক্ত এবং ওতপ্রোতভাবেই যুক্ত ছিল। তো সেখান থেকেই একটা সম্পর্ক হয়েছে। সেটা রাজনীতির আগে থেকেই। সেই জায়গা থেকে আমি একজনকে উইশ করতেই পারি। তা ছাড়া অন্য কোনো উদ্দেশ্য, কাউকে কোনো ইঙ্গিত, এমন কোনো কিছুই না।’
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন