ভিসা শিথিলতার কোনো পরিকল্পনা নেই জানিয়ে স্যার কিয়ার স্টারমার বলেন, ‘বিষয়টি ভিসা নিয়ে নয়। এটি ব্যবসা-থেকে-ব্যবসা সম্পর্ক, বিনিয়োগ এবং যুক্তরাজ্যে কর্মসংস্থান ও সমৃদ্ধি আনার বিষয়।’ সদ্য স্বাক্ষরিত ভারত-ব্রিটেন বাণিজ্য চুক্তির সুবিধা তুলে ধরতে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী স্যার কিয়ার স্টারমার ভারত সফরে এসেছেন। তবে এ সফরের আগেই তিনি স্পষ্ট করে দিয়েছেন, ভারত থেকে আসা কর্মী বা শিক্ষার্থীদের জন্য ব্রিটেন ভিসা নীতিতে কোনো শিথিলতা আনবে না। খবর বিবিসি। ১০০ জনেরও বেশি উদ্যোক্তা, সাংস্কৃতিক নেতা এবং বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের একটি প্রতিনিধিদল নিয়ে প্রধানমন্ত্রী স্টারমার যুক্তরাজ্যে বিনিয়োগ বৃদ্ধি এবং অর্থনৈতিক প্রবৃদ্ধি জোরদার করার লক্ষ্যে ভারত সফর করছেন।
তিনি ভারত-ব্রিটেন বাণিজ্য এবং সাংস্কৃতিক সম্পর্কোন্নয়নের জন্য ‘বিশাল সুযোগ’ দেখছেন। তবে ভিসা শিথিলতার কোনো পরিকল্পনা নেই জানিয়ে স্যার কিয়ার স্টারমার বলেন, ‘বিষয়টি ভিসা নিয়ে নয়। এটি ব্যবসা-থেকে-ব্যবসা সম্পর্ক, বিনিয়োগ এবং যুক্তরাজ্যে কর্মসংস্থান ও সমৃদ্ধি আনার বিষয়।’ চলতি বছরের জুলাইয়ে দীর্ঘ আলোচনার পর ভারত-যুক্তরাজ্য মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষরিত হয়। এতে উভয় দেশের পণ্য রপ্তানিতে কর ছাড় মিলবে। যেমন, যুক্তরাজ্যের গাড়ি ও হুইস্কি ভারতের বাজারে সস্তা হবে, আর ভারতীয় টেক্সটাইল ও গহনা যুক্তরাজ্যে কম দামে পৌঁছাবে।
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন