সোমবার, ১৩ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০১:১০ এএম

অনেক প্রত্যাশা নিয়ে কাজটি করেছি

বিনোদন ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ১৩, ২০২৫, ০১:১০ এএম

অনেক প্রত্যাশা নিয়ে কাজটি করেছি

ঢালিউড সিনেমার এক সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি দীর্ঘ সময় ধরে চলচ্চিত্রাঙ্গন থেকে দূরে রয়েছেন। সর্বশেষ ২০১৯ সালে পর্দায় পাওয়া যায় তাকে। এরপর আর তার কোনো সিনেমা মুক্তি পায়নি। নিজেকেও গুটিয়ে নেন চলচ্চিত্র থেকে। মন দেন সংসারে। এখন সন্তান-স্বামীর সংসার নিয়েই তার সকল ব্যস্ততা। আগামী ১৭ অক্টোবর দেশজুড়ে মুক্তি পাচ্ছে পপি অভিনীত শেষ সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। সিনেমা ও সমসাময়িক প্রসঙ্গে দৈনিক রূপালী বাংলাদেশের সঙ্গে কথা বলেছেন এই অভিনেত্রী। সাক্ষাৎকার নিয়েছেন রুহুল আমিন ভূঁইয়া

কেমন আছেন?

আলহামদুলিল্লাহ, সবার দোয়াতে সংসার, স্বামী-সন্তান নিয়ে বেশ ভালো আছি। সংসার জীবন বেশ উপভোগ করছি। আমার সন্তান যত বড় হচ্ছে তত চিন্তা বাড়ছে। ওকে সুশিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আমাদের। চাইলেও এখন কাজ করতে পারব না। কারণ, আগে চাইলেই এদিক-সেদিক চলে যেতে পারতাম। কিন্তু এখন অনেক বড় দায়িত্ব, সেটাই মন দিয়ে পালন করছি। আমার নির্ভতার একটা জায়গা হয়েছে। এখন আমার বলার মতো একটা পরিবার আছে। স্বামী আমার অনেক যতœ নেয়। যেখানে নিজের পরিবারের সাপোর্ট পাইনি সেখানে সে আমাকে অভাব বুঝতে দেয় না। আমি ভীষণ সুখী।

ডাইরেক্ট অ্যাটাক

সাদেক সিদ্দিকী পরিচালিত সিনেমাটির নাম শুরুতে ছিল ‘সাহসী যোদ্ধা’। পরবর্তীতে নাম পরিবর্তন করা হয়। এটির একটি গান বাকি ছিল। যদিও সেটি করা সম্ভব হয়নি। অনেক আগেই এর কাজ শেষ হয়েছিল। তবে নানা কারণে এতদিন মুক্তি পায়নি। অবশেষে মুক্তি পাচ্ছে ভেবে ভালো লাগছে। ভালো একটি গল্পের সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। অনেক প্রত্যাশা নিয়ে কাজটি করেছি। যেহেতু অনেক দিন পর আমার সিনেমা মুক্তি পাচ্ছে তাই আমার ভক্তদের বলব- সিনেমাটি দেখার জন্য। এতে অ্যাকশন চরিত্রে আমাকে দেখা যাবে। সিনেমাটি দেখে দর্শকরা বিনোদিত হবে।

আর সিনেমায় ফেরা হবে?

এককথায় উত্তর দিলে আপাতত না। তবে ভবিষ্যতে ফিরব কিনা সেটা আগাম বলতে পারছি না। সময় সেটা বলে দেবে। আপাতত সংসার নিয়েই ব্যস্ত থাকতে চাই। তবে দর্শকের কাছে আমি অনেক কৃতজ্ঞ। তারা আমাকে বরাবরই সাপোর্ট করেন। তাদের জন্যই আমি আজকের পপি। তাদের কাছে আমার চাওয়া থাকবে, আগে যেভাবে আমাকে ভালোবাসত সেই ভালোবাসাটা মৃত্যর আগ পর্যন্ত যেন থাকে, সেটা কাজ করি বা না করি।

আপনার নির্মাণাধীন সিনেমার ভবিষ্যৎ কী?

আমি কাজগুলো শেষ করার জন্য বারবার তাগিদ দিয়েছিলাম কিন্তু নানা কারণে শেষ হয়নি। এখন সিনেমাগুলোর ভবিষ্যৎ কি সেটা আমি নিজেও জানি না। তবে আপাতত আমি কাজগুলো শেষ করতে পারছি না। যদি কখনো কাজে ফিরি তখন দেখা যাবে। তবে আমি কখনো ইচ্ছাকৃতভাবে কাজ ঝুলিয়ে রাখিনি। যেটাই হয়েছে অনিচ্ছাকৃতভাবে। এ জন্য আমি দুঃখপ্রকাশ করি।

দর্শকদের উদ্দেশ্য কি বলতে চান?

দর্শকদের বলতে চাইÑ আপনাদের জন্যই আমি আজকের পপি। দেশব্যাপী আমাকে চিনে। আমার নাম খ্যাতি যা-ই হয়েছে তার সব অবদান আপনাদের। আপনারা ভালোবাসায় না রাখলে সেটা কখনো সম্ভব হতো না। সবসময় আমাকে ভালোবাসায় রাখবেন। দীর্ঘ সময় পর আমার নতুন সিনেমা মুক্তি পাচ্ছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে পরিবার নিয়ে সিনোমাটি হলে গিয়ে দেখবেন। বাংলা সিনেমার সঙ্গে থাকবেন।

রূপালী বাংলাদেশ

Link copied!