বুধবার, ২২ অক্টোবর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০২:২২ এএম

লিভারপুলে ফিরতে চান ক্লপ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: অক্টোবর ২২, ২০২৫, ০২:২২ এএম

লিভারপুলে ফিরতে চান ক্লপ

আবার লিভারপুলে ফিরতে চান ইয়ুর্গেন ক্লপ। লিভারপুলের সাবেক কিংবদন্তি এই কোচ জানিয়েছেন, একদিন হয়তো আবারও অ্যানফিল্ডে ফিরতে পারেন। বিষয়টি তাত্ত্বিকভাবে অসম্ভব নয়, সম্ভব। তবে বর্তমানে তিনি কোচিং মিস করছেন না বলেও স্পষ্ট জানিয়ে দিয়েছেন। ২০২৪ সালে ৯ বছরের সফল অধ্যায় শেষে লিভারপুল ছেড়ে যান ক্লপ। বিদায়ের সময় তিনি বলেছিলেন, ‘শক্তি শেষ হয়ে যাচ্ছে।’ এরপর থেকে তিনি রেড বুল গ্রুপের হেড অব গ্লোবাল সকার হিসেবে কাজ করছেন। ‘লিভারপুল ছাড়া আর কোনো ইংলিশ ক্লাব নয়’ এক সাক্ষাৎকারে (ডাইরি অব ও সিইও পডকাস্ট) ক্লপ বলেন, ‘আমি বলেছিলাম, ইংল্যান্ডে আর কোনো দল আমি কোচ করব না। তাই যদি কখনো ফিরে আসি, সেটা লিভারপুলেই হবে। হ্যাঁ, তাত্ত্বিকভাবে সেটা সম্ভব।’ তবে ক্লপ স্পষ্ট করে দিয়েছেন, তিনি এখন কোচিং মিস করেন না, ‘আমি এখন যা করছি, সেটা ভালোবাসি। কোচিং মিস করি না।

মাঠে দুই-তিন ঘণ্টা বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে মিস করি না, সপ্তাহে তিনবার প্রেস কনফারেন্স দিতে মিস করি না। আমি ১০৮০-এর বেশি ম্যাচে ড্রেসিংরুমে থেকেছি। যথেষ্ট হয়েছে।’ ৫৮ বছর বয়সি এ জার্মান কোচ আরও বলেন, ‘এই বয়সে এখনো কিছু করার সুযোগ আছে। যদি আজ সিদ্ধান্ত নিতে হয়, আমি আর কোচ হব না। কিন্তু ভাগ্য ভালো, এখনই সেই সিদ্ধান্ত নিতে হচ্ছে না। ভবিষ্যতে কী হয় দেখা যাক।’ নিজের উত্তরসূরি আর্নে সøটের প্রশংসায়ও মুখর ক্লপ। সøট গত মৌসুমেই প্রথমবার লিভারপুলের কোচ হয়ে প্রিমিয়ার লিগ শিরোপা জয় করেন, ‘আমাদের মধ্যে বেশ কিছুবার কথা হয়েছে।

সে খুব বুদ্ধিমান একজন কোচ। সে দলটিকে আগের মতোই রেখে সেরাটা বের করে এনেছে এবং অবিশ্বাস্যভাবে চ্যাম্পিয়ন করেছে,’ বলেন ক্লপ। তিনি আরও বলেন, ‘পরিবর্তন সবসময় সময় নেয়। এখন নতুন খেলোয়াড়রা এসেছে, তারা দারুণ প্রতিভাবান। কিন্তু মানিয়ে নিতে সময় লাগে। এটা স্বাভাবিক বিষয়।’ ক্লপের বিদায়ের পরও লিভারপুল তার দর্শনকে ধারণ করে এগিয়ে চলছে। তবে ক্লপ নিজে এখনো অ্যানফিল্ডের প্রতি আবেগময় এবং তার কথায়, ভবিষ্যতে একদিন সেই গল্পের দ্বিতীয় অধ্যায় লেখা অসম্ভব নয়।

রূপালী বাংলাদেশ

Link copied!