শনিবার, ০১ নভেম্বর, ২০২৫

ফেসবুক


ইউটিউব


টিকটক

Rupali Bangladesh

ইনস্টাগ্রাম

Rupali Bangladesh

এক্স

Rupali Bangladesh


লিংকডইন

Rupali Bangladesh

পিন্টারেস্ট

Rupali Bangladesh

গুগল নিউজ

Rupali Bangladesh


হোয়াটস অ্যাপ

Rupali Bangladesh

টেলিগ্রাম

Rupali Bangladesh

মেসেঞ্জার গ্রুপ

Rupali Bangladesh


রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১২:২০ এএম

সভায় বক্তারা

ক্যান্সার স্ক্রিনিং কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক করার দাবি

রূপালী প্রতিবেদক

প্রকাশিত: নভেম্বর ১, ২০২৫, ১২:২০ এএম

ক্যান্সার স্ক্রিনিং কিছু ক্ষেত্রে  বাধ্যতামূলক করার দাবি

ক্যান্সার স্ক্রিনিং কিছু কিছু ক্ষেত্রে বাধ্যতামূলক করার দাবি জানিয়েছেন ক্যান্সার বিশেষজ্ঞরা। গতকাল শুক্রবার রাজধানীর রেডিসন ব্লু হোটেলে অনকোলোজি ক্লাব আয়োজিত দুই দিনব্যাপী বাংলাদেশ ইন্টারন্যাশনাল ক্যান্সার কংগ্রেস সমাপনী দিনে বক্তারা এ কথা বলেন। আয়োজনের দ্বিতীয় দিনে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় গবেষণা প্রবন্ধ উপস্থাপন করেন ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এ এফ এম কামাল উদ্দিন। 
তার গবেষণায় বিশ্বের ক্যান্সার পরিস্থিতি ছাড়াও উঠে এসেছে দেশের ক্যান্সার চিকিৎসার অপ্রতুলতাসহ সব দিক। তাই এখনই সতর্ক না হলে আগামী দিনে ক্যান্সার কতটা ভয়াবহ আকার ধারণ করবে, তা-ও তুলে ধরেন তিনি।
এ সময় ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এ এফ এম কামাল উদ্দিন বলেন, বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশে ক্যান্সারের রোগীর তুলনায় রেডিওথেরাপি মেশিন খুবই কম। সারা দেশে ১ লাখ ৮৪ হাজার ক্যান্সার রোগীর জন্য ২০৯ রেডিওথেরাপি মেশিন প্রয়োজন, সেখানে দেশে আছে মাত্র ২৯টি। ফলে সঠিক চিকিৎসা ও অপ্রতুল রেডিওথেরাপি মেশিনের অভাবে মৃত্যুর হার বেশি। ক্যান্সারে মৃত্যুর হার কমাতে প্রয়োজনীয় মেশিনের পাশাপাশি চট্টগ্রাম ও সিলেটের মতো বিভাগীয় শহরেও মেশিন স্থাপন জরুরি।
ব্রিফিংয়ে ক্যান্সার বিশেষজ্ঞ ডা. এম সাইফুল হক বলেন, ক্যান্সার রোগীর মৃত্যুহার কমাতে সবার আগে প্রয়োজন সরকারের সঠিক পলিসি ও পরিকল্পনা। ক্যান্সার চিকিৎসা যেহেতু ব্যয়বহুল সে ক্ষেত্রে সরকারের উচিত হবে ইনিশিয়াল ইনভেস্টের কথা চিন্তা না করে দীর্ঘমেয়াদি পরিকল্পনা করা।
সম্মেলনের অনুষ্ঠানে অনকোলজি ক্লাব বাংলাদেশ ও ক্যান্সার কংগ্রেসের প্রেসিডেন্ট অধ্যাপক ডা. এম এ হাই বলেন, বাংলাদেশসহ উন্নয়নশীল বিশ্বে ক্যান্সার রোগীর ক্রমবর্ধমান সংখ্যা আশঙ্কাজনক। দেশে বর্তমানে বিপুল জনগোষ্ঠী এই রোগে আক্রান্ত, যার অধিকাংশই চিকিৎসার আওতার বাইরে।
দেশে ক্যান্সার চিকিৎসার আধুনিকায়নে মানসম্পন্ন ও দক্ষ জনবল তৈরি করাই ক্লাবের মূল উদ্দেশ্য জানিয়ে ডা. হাই বলেন, ক্যান্সার জয় করতে এবং দেশের ক্রমবর্ধমান ক্যান্সার রোগী ও তাদের পরিবারের মুখে হাসি ফোটাতে আমাদের সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।
একাডেমিক পার্টনার হিসেবে যুক্ত রয়েছে ইতালির বলোনিয়া ইউনিভার্সিটি, সিংহেলথ সিঙ্গাপুর এবং গ্লোবাল হেলথ ক্যাটালিস্ট। এ ছাড়া উপস্থিত থাকবেন যুক্তরাজ্যের রয়েল মডার্ন হাসপাতাল, সেন্টবার্থোলোমিউ’স হাসপাতাল, কেএইচসিসি এডুকেশন অ্যান্ড ট্রেনিং একাডেমি, হুইপস ক্রস ইউনিভার্সিটি, যুক্তরাষ্ট্রের ইউপিএমসি হিলম্যান ক্যান্সার সেন্টার, ইউনিভার্সিটি অব পিটসবার্গ স্কুল অব মেডিসিন, পেনসিলভানিয়া ইউনিভার্সিটিসহ বিশ্বের অন্যান্য খ্যাতনামা ক্যান্সার হাসপাতালের চিকিৎসক ও গবেষকরা।
এবারের কনফারেন্সে বিশ্বের ১৬টি দেশের ৩১ জন খ্যাতনামা ক্যান্সার বিশেষজ্ঞসহ মোট ১২০০ জন ক্যান্সার বিশেষজ্ঞ, ক্যান্সার-সংশ্লিষ্ট পেশাজীবী ও গবেষক অংশগ্রহণ করেছেন।

রূপালী বাংলাদেশ

Link copied!