‘গৌরব, ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্যের ৪৭ বছর’ প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ফরিদপুরের সালথা উপজেলা যুবদল বিভিন্ন কর্মসূচি পালন করেছে। গতকাল শুক্রবার দিনব্যাপী আয়োজিত কর্মসূচিতে মাছের পোনা অবমুক্তকরণ, বৃক্ষরোপণ ও পথচারীদের মাঝে খাবার বিতরণ অন্তর্ভুক্ত ছিল। দিনের শুরুতে কুমার নদীসহ উপজেলার বিভিন্ন জলাশয়ে দেশীয় প্রজাতির মাছের পোনা অবমুক্ত করেন যুবদল নেতারা। এরপর বৃক্ষরোপণ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন সড়কের পাশে ফলদ ও বনজ গাছ রোপণ করা হয়। কর্মসূচি শেষ হয় সালথা সদর বাজারসহ বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে খাবার ও বিশুদ্ধ পানি বিতরণের মধ্য দিয়ে। উপজেলা যুবদল নেতা হাসান আশরাফের সভাপতিত্বে ও মো. এনায়েত হোসেনের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা যুবদল নেতা মিরান হোসাইন, ফরিদ হোসাইন প্রমুখ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন