সিরাজগঞ্জের উল্লাপাড়ায় গাড়ির ধাক্কায় এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার সকাল ৮টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের হাটিকুমরুল ধোপাকান্দী এলাকায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় রঞ্জু আহমেদ নামের এক ভ্যানচালক মারা গেছে। তিনি উল্লাপাড়ার চড়িয়া শিকার গ্রামের ইয়াসিন আলীর ছেলে। হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি মো. ইসমাইল হোসেন বলেন, শুক্রবার সকালে হাটিকুমরুল পাচিলা বাজার থেকে যাত্রীবিহীন একটি ভ্যান সিরাজগঞ্জ যাচ্ছিল। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ভ্যানচালক ঘটনাস্থলেই মারা যান। হাটিকুমরুল হাইওয়ে থানা পুলিশ মরদেহ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘাতক গাড়িটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন