গাজীপুরের কালিয়াকৈরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের ২৪-২৫ অর্থবছরের বিনা মূল্যে হতদরিদ্রদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন উপজেলা প্রশাসন। গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলা প্রকল্পের বাস্তবায়ন অধিদপ্তরের আয়োজনে দেড় শতাধিক হতদরিদ্র অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, সাবান, তেল, চিনিসহ বিভিন্ন খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার আহামেদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা জাকারিয়া আলমসহ কর্মকর্তা ও কর্মচারীরা।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন