দেশের শীর্ষস্থানীয় প্রিমিয়াম ইলেকট্রনিকস ও হোম অ্যাপ্লায়েন্স খুচরা বিক্রেতা ট্রান্সকম ডিজিটাল রাজধানীর অন্যতম ব্যস্ত ব্যাবসায়িক কেন্দ্র উত্তরা খালপাড়ে তাদের নতুন শোরুম উদ্বোধন করেছে। নতুন এই শোরুমে গ্রাহকরা পাবেন বিশ্ববিখ্যাত ব্র্যান্ডসমূহের ৫,০০০-এরও বেশি ১০০% আসল পণ্য এবং ট্রান্সকমের নিজস্ব ব্র্যান্ড ট্রান্সটেক, যার মূল প্রতিশ্রুতি ‘গ্লোবাল টেকনোলজি অ্যাট লোকাল প্রাইস।’ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিফ অপারেটিং অফিসার মো. শাহিদুল ইসলাম, এফসিএ। এ ছাড়া হেড অব বিজনেস মো. রাশেদুল ইসলামসহ ট্রান্সকম ইলেকট্রনিকস লিমিটেডের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন