গাজীপুর মহানগরীর টঙ্গীতে উড়াল সেতুর নিচে অজ্ঞাত এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মৃতকের বয়স আনুমানিক ৩০ বছর। গতকাল রোববার সকাল ৯টার দিকে বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) প্রকল্পের টঙ্গী স্টেশন রোড অংশের ৬৮ নাম্বার পিলারের কাছে মরদেহটি উদ্ধার করা হয়। টঙ্গী পশ্চিম থানার উপ-রিদর্শক (এসআই) মোহাম্মদ আলী লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি নিয়েছেন। স্থানীয়রা জানান, সকালে স্থানীয়রা লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেন। প্রাথমিকভাবে পুলিশ ধারণা করছে, দুর্বৃত্তরা যুবকটিকে অন্য কোথাও হত্যা করে লাশটি সেতুর নিচে ফেলে গেছে। টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হারুন অর রশিদ জানিয়েছেন, যুবকের পরিচয় শনাক্তের জন্য পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। আঙুলের ছাপের মাধ্যমে পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। লাশে আঘাতের চিহ্ন রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন