নেত্রকোনার পূর্বধলায় বিদ্যুৎস্পর্শে তামিম মিয়া (১৫) নামের এক কিশোরের মৃত্যু হয়েছে। গতকাল রোববার সকালে উপজেলা সদর ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত তামিম নয়াপাড়া গ্রামের সাইদুল ইসলাম ও মোছা. তাসলিমা আক্তারের ছেলে। পারিবারিক সূত্রে জানা যায়, সকালে তামিম ঘরের কিছু কাজ শেষ করে পানির মোটরের সুইচের পাশে হাত ধোয়ার সময় অসাবধানতা বশত খোলা বৈদ্যুতিক তারে স্পর্শ করলে বিদ্যুৎস্পর্শ হয়ে ঘটনাস্থলেই অচেতন হয়ে পড়ে। পরে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে পূর্বধলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ বিষয়ে পূর্বধলা থানার ওসি মোহাম্মদ নূরুল আলম বলেন, বৈদ্যুতিক শর্টসার্কিটে কিশোরের মৃত্যুর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। আইনি প্রক্রিয়া চলছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন