সুনামগঞ্জ শহরের সুরমা নদীর তীরবর্তী সবজি বাজার এলাকার যাতায়াত সড়কটি নদীভাঙনের কবলে পড়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। দীর্ঘদিনেও সড়কটি মেরামতের কোনো উদ্যোগ না নেওয়ায় প্রতিদিন বাজারে আসা হাজারো মানুষকে চরম ভোগান্তির মুখে পড়তে হচ্ছে। স্থানীয় ব্যবসায়ীরা দ্রুত সড়কটি সংস্কারের দাবি জানিয়েছেন।
জানা গেছে, সবজি বাজার থেকে পুলিশ ফাঁড়ি পর্যন্ত সড়কটি বিস্তৃত। এর মধ্যে অ্যাডভোকেট নুরুল ইসলামের বাসার সামনের অংশটি সম্পূর্ণ ধসে পড়েছে। ফলে পথচারীরা কষ্ট করে চলাচল করলেও যানবাহন চলাচল সম্পূর্ণভাবে বন্ধ রয়েছে।
স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান, জরুরি ভিত্তিতে কিছু বালুর বস্তা ফেলে দিলে অন্তত অস্থায়ীভাবে যান চলাচল সুবিধা হবে। তাই জরুরিভিত্তিতে বালুর বস্তা ফেলার দাবি আমাদের। এই সড়কটি দিয়ে প্রতিদিন স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ যাতায়াত করেন। বিশেষ করে রোগী ও ফেরি ব্যবসায়ীদের সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাতে হয়। সবজি ব্যবসায়ীদের পণ্য কাঁধে করে ওই স্থান অতিক্রম করতে হয়। রোগীদের যেতে হয় হেঁটে। পথচারী আব্দুল হান্নান বলেন, দীর্ঘদিন ধরে এই রাস্তার কোনো সংস্কার হয়নি। এতে মানুষ চরম দুর্ভোগে পড়েছে। কিছু বালুর বস্তা ফেললে অন্তত অস্থায়ীভাবে চলাচল সহজ হবে। ব্যবসায়ী জামাল উদ্দিন বলেন, দেশ স্বাধীন হওয়ার পর থেকে আজ পর্যন্ত এই রাস্তার সংস্কার হয়নি। এখন চলাচল মারাত্মক কষ্টসাধ্য হয়ে পড়েছে। জরুরি ভিত্তিতে ব্যবস্থা নেওয়া প্রয়োজন।
এ বিষয়ে সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মামুন হাওলাদার বলেন, সুরমা নদীর তীরবর্তী সবজি বাজার এলাকার যাতায়াত সড়কটি ভেঙে গেছে, এ বিষয়ে আমি জানি। চেষ্টা করব কিছু বালুর বস্তা ফেলে অন্তত অস্থায়ীভাবে চলাচলের ব্যবস্থা করে দিতে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন