টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে রাজনৈতিক অঙ্গনে নতুন সাড়া ফেলেছে বিএনপি থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদানের ধারাবাহিকতা। গত শনিবার বিকেলে মধুপুর পৌরসভার ১নং ওয়ার্ডে আয়োজিত এক নির্বাচনি কর্মিসভায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর প্রায় ৪০ জন নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেন। অনুষ্ঠানে নবযোগদানকারীদের হাতে ফুল দিয়ে বরণ করে নেন বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও কর্মিসভার প্রধান অতিথি অধ্যক্ষ মো. মোন্তাজ আলী। প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামীর টাঙ্গাইল জেলার যুব ও ক্রীড়াবিষয়ক সম্পাদক বোরহানুল ইসলাম।
মধুপুর পৌরসভার ১নং ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি খন্দকার জহুরুল ইসলামের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. আব্দুল রহিমের সঞ্চালনায় এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর মধুপুর উপজেলার আমির অধ্যাপক আব্দুল কাদির, সেক্রেটারি মাও. মো. রিদুয়ানুল্লাহ খান, পৌরসভা শাখার আমির মো. ইকবাল হুসাইন, উপজেলা যুব বিভাগের সভাপতি সাইফুল্লাহ বিন মানসুর ও সেক্রেটারি মো. আলমগীর হোসেন। নবযোগদানকারী বিএনপি নেতৃবৃন্দ বলেন, ‘আমরা এমন একটি দেশ গড়তে চাই, যেখানে ন্যায়, ইনসাফ ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ পরিচালিত হবে। এ লক্ষ্য বাস্তবায়নে জামায়াতে ইসলামীই সক্ষম, সেই বিশ্বাস থেকেই আমরা এই দলে যোগদান করেছি।’
অধ্যক্ষ মোন্তাজ আলী তার বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামী জনগণের দল, এখানে সবাই আদর্শ ও নীতির পথে ঐক্যবদ্ধ। যারা নতুন করে আমাদের দলে যোগ দিয়েছেন, তারা আমাদের শক্তি। একসঙ্গে কাজ করে আমরা মধুপুর-ধনবাড়ীকে একটি ন্যায়ের সমাজে রূপ দিতে চাই।’ বক্তারা ইসলামী আদর্শে পরিচালিত সমাজ গঠনের আহ্বান জানান এবং দেশ ও জাতির কল্যাণে একসঙ্গে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন