যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে এক রোগীর গলা থেকে সোনার চেইন ছিঁড়ে নেওয়ার সময় দুই নারী চোর আটক হয়েছে। গতকাল রোববার বেলা ১১টার দিকে হাসপাতালের বহির্বিভাগ থেকে তাকে পুলিশে সোপর্দ করে উপস্থিত জনতা। আটককৃতরা হলেন- সদর উপজেলার রুপদিয়া তেল পাম্প এলাকার মহিদুল ইসলামের স্ত্রী ঝর্না খাতুন (২৮) ও মন্টু মিয়ার স্ত্রী জুলেখা খাতুন (২৩)। জানা গেছে, লেবুতলা ইউনিয়নের দলেন নগর গ্রামের মহিদুল ইসলামের স্ত্রী আছিয়া খাতুন জেনারেল হাসপাতালের বহির্বিভাগে ডাক্তার দেখাতে আসেন। তিনি করোনারি কেয়ার ইউনিটের নিচতলায় ৬ নম্বর কক্ষে ডাক্তার দেখাবেন বলে লাইনে দাঁড়িয়ে ছিলেন। এ সময় রোগী সেজে লাইনে দাঁড়িয়ে থাকা ঝর্না ও জুলেখা তার গলা থেকে সোনার চেইন ছিঁড়ে নেয়। তখন ঝর্না ঘটনাটি উপস্থিত অন্য রোগীদের জানালে তারা ওই দুই নারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করেন।
হাসপাতালে দায়িত্বরত পুলিশ সদস্য সোহেল রানা জানান, হাসপাতালকে ঘিরে নারী চোর চক্রের সদস্যরা সক্রিয় হয়ে উঠেছে। রোগীদের কাছ থেকে টাকা, মোবাইল ও সোনার গহনা হাতানোর সময় কেউ কেউ আটক হচ্ছেন। সর্বশেষ রোববার এক রোগীর গলা থেকে সোনার চেইন ছিঁড়ে নেওয়ার সময় ঝর্না ও জুলেখা নামে দুই নারী আটক হয়েছেন। তাদের কোতোয়ালি থানায় সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন