শহর থেকে গ্রামে
ওলি মুন্সি
পূর্বে থেকে পশ্চিমে যাই
ডানে কিংবা বামে
দেশটা আমার সবুজ শ্যামল
শহর থেকে গ্রামে।
রাতের শহর দালান কোঠা
লাল নীল চমকালো
চাঁদনি রাতে গ্রামে দেখি
জোনাক পোকার আলো।
শহর আমার ব্যস্ত থাকে
রাতের অলিগলি
একলা থাকার কষ্ট এসে
গ্রামের কাছে বলি।
গ্রামকে বলি সুখের ফসল
ফুটবে আমার কবে
শহর গিয়ে কষ্ট ফলাই
দালানের কোঠার টবে।
মিঠেল খেজুর রস
শাহীন সুলতানা
হিম কুয়াশার সকাল নিয়ে
শীতের বুড়ি আসে,
হাঁটতে গিয়ে পা ভিজে যায়
শিশির ঝরা ঘাসে।
মেঠো পথে ঘাসের ভেতর
খেজুর গাছের সারি,
ভোর না হতেই গাছি ভাইয়া
রস নিয়ে যায় বাড়ি।
উপচে পড়া রসের হাঁড়ি
গাছির কাঁধে ঝোলে,
বাঁকের মাথার কলসিগুলো
ছন্দ তালে দোলে।
দাদি তখন আয়েশ করে
বসে চুলোর পাশে,
নতুন চালের নকশি পিঠা
ভেজায় খেজুর রসে।
দারুণ মজা ভাপাপুলি
ফিরনি পায়েস মুড়ি,
নলেনগুড়ের পাটিসাপটা
নেই কোনো তার জুড়ি।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন