রাজশাহীতে ‘কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অ্যান্ড জাস্টিস’-এর আয়োজনে গতকাল নারী ও শিশু অধিকার সুরক্ষায় অন্তর্ভুক্তিমূলক নির্বাচনি ইশতেহারের দাবিতে স্থানীয় নাগরিক সমাজ, বিভিন্ন অধিকারবিষয়ক সংগঠনের প্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক ও প্রান্তিক জনগোষ্ঠীর প্রতিনিধিদের অংশগ্রহণে একটি সংলাপের আয়োজন করা হয়।
স্থানীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সাতটি সংস্থাÑ জাগো ফাউন্ডেশন, মানুষের জন্য ফাউন্ডেশন, ব্রেকিং দ্য সাইলেন্স, অক্সফাম ইন বাংলাদেশ, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশ এবং ওয়াটারএইড বাংলাদেশ যৌথভাবে এই কোয়ালিশন গঠন করে সারা দেশে সংলাপ আয়োজন করছে। রাজশাহী বিভাগে সংলাপ পরিচালনা করেন প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের ইনফ্লুয়েন্সিং, অ্যাডভোকেসি ও কমিউনিকেশনস ডিরেক্টর নিশাত সুলতানা। আরও উপস্থিত ছিলেন জাগো ফাউন্ডেশন ট্রাস্টের রাজশাহী বিভাগীয় কো-অর্ডিনেটর মো. সারফরাজ জাহান, মো. মিজানুর রহমান ও আসমাউল হুসনা প্রশান্তি।
আলোচনা সভায়, নারী ও শিশু অধিকার সুরক্ষায় পাঁচটি বিষয় নিয়ে রাজশাহীতে আলোচনা হয়Ñ নারী ও শিশুর শিক্ষায় প্রবেশাধিকারের পাশাপাশি এর মান ও পাঠ সম্পন্ন করাকে গুরুত্ব দেওয়া; সুস্থ জীবনের জন্য স্বাস্থ্য ও পুষ্টি নিশ্চিত করা; সুরক্ষা নিশ্চিতে সহিংসতা ও শোষণমুক্ত জীবন; জলবায়ু ঝুঁকি মোকাবিলা, পানি, পয়ঃনিষ্কাশন ও স্বাস্থ্যবিধির পরিবেশ নিশ্চিতকরণ এবং বৈচিত্র্য ও অন্তর্ভুক্তিমূলক রাষ্ট্র গঠন। এতে নারী ও শিশু অধিকার সুরক্ষা নিশ্চিতে শহর, গ্রাম, উপকূলীয় অঞ্চল, চরাঞ্চল, পার্বত্য এলাকা এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ এলাকাসহ বিভিন্ন পর্যায়ের সুপারিশ, মতামত ও প্রান্তিক জনগোষ্ঠীর বাস্তবতা এবং ভাবনা জাতীয় পর্যায়ে রাজনৈতিক দলগুলোর কাছে পৌঁছে দেওয়ার জন্যই এই উদ্যোগ নিয়েছে ‘কোয়ালিশন ফর অ্যাডভান্সিং ইক্যুয়ালিটি অ্যান্ড জাস্টিস’। কোয়ালিশনটি স্থানীয় ও বিভাগীয় পর্যায় থেকে প্রাপ্ত সুপারিশসমূহ রাজনৈতিক দলগুলোর কাছে জাতীয়ভাবে শিগগিরই তুলে ধরবে যাতে তারা নিজেদের নির্বাচনি ইশতেহারে বিষয়গুলো অগ্রাধিকার দেয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন