কেরানীগঞ্জে ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি থাকা আবুল হোসেন নামের ৮৭ বছর বয়সি এক কয়েদির মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ওই কয়েদির মৃত্যু হয়। কয়েদি আবুল হোসেন মৃত্যুদ-প্রাপ্ত আসামি ছিলেন।
কারারক্ষী মো. আরমান জানান, গত ২৯ নভেম্বর রাত ৮টার দিকে কয়েদি আবুল হোসেন কেন্দ্রীয় কারাগারে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। কারা কর্তৃপক্ষের নির্দেশে তাকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এরপর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নাক-কান-গলা বিভাগের ৩০৩০ নম্বর ওয়ার্ডে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হচ্ছিল। গতকাল শুক্রবার চিকিৎসাধীন ওই কয়েদির মৃত্যু হয়।
তিনি আরও জানান, আবুল হোসেন কেন্দ্রীয় কারাগারে মৃত্যুদ- আদেশপ্রাপ্ত কয়েদি হিসেবে ছিলেন। তার কয়েদি নম্বর ৯৩৮৫/এ। নিহতের বাবার নাম মৃত মোজগের আলী।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. ফারুক জানান, কয়েদি আবুল হোসেনের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। কারা কর্তৃপক্ষকে জানানো হয়েছে। একজন নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে তার সুরতহাল প্রতিবেদন শেষে ময়নাতদন্ত সম্পন্ন হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন