দক্ষিণী চিত্রলোকের অভিনেতা-অভিনেত্রীদের বলিউডে পা রাখাটা এখন কোনো নতুন বিষয় নয়। সেই অতীত দিনের বৈজয়ন্তীমালা, রেখা, শ্রীদেবী, জয়াপ্রদা, ভানু প্রিয়া, মিনাক্ষী শেষাদ্রি থেকে শুরু এই সময়ের তাপসী পান্নু, তামান্না ভাটিয়া, নয়নতারা, সামান্থা রুথ প্রভু, প্রিয়ামনি, শ্রী লীলা, রাশমিকা মান্দানা প্রমুখ অভিনেত্রী বলিউডের সিনেমা এবং ওয়েব সিরিজে হরদম কাজ করে যাচ্ছেন। এবার দক্ষিণী সিনেমার জনপ্রিয় ও মেধাবী অভিনেত্রী সাই পল্লবীর অভিষেক হতে চলেছে বলিউডে।
বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের ছেলের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী। জুনায়েদ খানের সঙ্গে বলিউডে অভিষেক হবে তার। এর চেয়েও বড় সুখবর হলো, এই অভিনেত্রীর প্রথম হিন্দি সিনেমা ‘মেরে রাহো’ প্রযোজনা করছেন আমির খান নিজেই। তার সঙ্গে রয়েছেন ভাই মনসুর খান। বহুল আলোচিত এই সিনেমাটির শুটিং হয়েছে জাপানের বিভিন্ন বরফাচ্ছাদিত মনোরম লোকেশনে। সাড়া জাগানো সিনেমা ‘ওয়ান ডে’ অবলম্বন ‘মেরে রাহো’ সিনেমাটি নির্মিত হয়েছে বলিউডে। এই সিনেমার মাধ্যমে আমির খান ও মনসুর খানের দীর্ঘ ১৭ বছর পর যৌথভাবে প্রযোজনায় ফিরছেন। তারা সর্বশেষ একসঙ্গে প্রযোজনা করেছিলেন ২০০৮ সালের ব্লকবাস্টার সিনেমা ‘জানে তু ইয়া জানে না’।
দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবী তার সরল অভিনয়ের জন্য তুমুল জনপ্রিয়। জুনায়েদ খান তার অভিনয় জীবন শুরু করেন ২০২৪ সালে সিদ্ধার্থ পি মালহোত্রার পরিচালনায় ‘মহারাজ’ সিনেমার মাধ্যমে। ভারতীয় সিনেমায় আসছে মহাকাব্যিক এক অধ্যায়। পৌরাণিক কাহিনিনির্ভর ‘রামায়ণ’, যার প্রথম পর্ব ২০২৬ সালে। দ্বিতীয়টি ২০২৭-এ মুক্তি পাবে। সম্প্রতি প্রকাশ্যে এসেছে সিনেমাটির একঝলক, যা নিয়ে দর্শক আগ্রহ তুঙ্গে। এটি হতে যাচ্ছে ১৬০০ কোটি বাজেটের সিনেমা, যা বলিউডে ইতিহাস গড়তে যাচ্ছে। সিনেমাটি মুক্তি পাবে দুই পর্বে।
নীতেশ তিওয়ারীর পরিচালনায় এই সিনেমায় রামের চরিত্রে আছেন রণবীর কাপুর। রাবণ হচ্ছেন দক্ষিণী তারকা ইয়াশ। সীতা চরিত্রে অভিনয় করছেন সাই পল্লবী। এটি বলিউডে তার ক্যারিয়ারের বিরাট এক সংযোজন হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে সীতা চরিত্রে অভিনয়ের জন্য নিজেকে প্রস্তুত করছেন। দক্ষিণের এই নায়িকা এখন তার নতুন এই সিনেমার জন্য চর্চায় রয়েছেন। সদ্যই মুক্তি পেয়েছে ‘রামায়ণ’র প্রথম ঝলক। আর সেখানেই সীতার বেশে দেখা গিয়েছে এই অভিনেত্রীকে। নিতীশ তিওয়ারির পৌরাণিক সিনেমাটির জন্য দর্শক দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন।
সাই পল্লবীকে সাধারণত মানুষ একেবারে নো মেকআপ লুকে দেখেই অভ্যস্ত। নিজের ব্যক্তিগত জীবন আড়ালে রাখেন তিনি। তবে কান পাতলেই গুঞ্জন শোনা যায় যে, তিনি নাকি এক বিবাহিত পুরুষের সঙ্গে সম্পর্কে রয়েছেন। এক তেলুগু অভিনেতার সঙ্গে নাকি দীর্ঘদিন ধরে ডেট করছেন। সেই অভিনেতা শুধু বিবাহিত নন, তার দুই সন্তানও রয়েছে। তবে নিজের সম্পর্ককে কখনোই প্রকাশ্যে আনতে চান না সাই পল্লবী। তবে এটা সুস্পষ্ট যে সাই পল্লবী একজন নামকরা তেলুগু অভিনেতার প্রেমে হাবুডুবু খাচ্ছেন। সবাই পল্লবীর প্রেমিক এই অভিনেতা কে, সে সম্পর্কে কখনো কোনো তথ্য সামনে আসেনি এবং সাই পল্লবীও এ গুজব নিয়ে কখনো মুখ খোলেননি।
শোনা যাচ্ছে, কিছু দিন ধরেই সম্পর্কে রয়েছেন এই অভিনেত্রী। বিবাহিত প্রেমিক ও সন্তানের সঙ্গে প্রেমের খবর প্রকাশ্যে আসতেই পল্লবীর অনুরাগীরা অবশ্য বেশ চটেছেন। যেহেতু এই খবরের সত্যতা যাচাই করা হয়নি, তাই নায়িকার অনুরাগীরা ধরেই নিচ্ছেন যে এই খবরটি মিথ্যে। সাই পল্লবী অবশ্য এ নিয়ে একেবারেই মুখ খোলেননি। দুটি অংশে মুক্তি পেতে চলা বড় বাজেটের ‘রামায়ন’ সিনেমার প্রতিটি অংশের জন্য রণবীর কাপুরকে ৭৫ কোটি টাকা করে দেওয়া হবে। অর্থাৎ, ‘রামায়ণ’র দুটি অংশ থেকে রণবীর কাপুরের হাতে মোট ১৫০ কোটি টাকা আসবে। সাই পল্লবী সিনেমাতে সীতার চরিত্রে অভিনয় করবেন, তাই স্বাভাবিকভাবেই তার চরিত্রটি দুটি সিনেমাতেই থাকবে। সাই পল্লবীকে প্রতিটি অংশের জন্য ৬ কোটি টাকা দেওয়া হবে, অর্থাৎ তিনি দুটি সিনেমার জন্য মোট ১২ কোটি টাকা পারিশ্রমিক পাবেন।
এর আগে সাই তার প্রতিটি সিনেমার জন্য আড়াই থেকে ৩ কোটি টাকা নিতেন, অর্থাৎ এখন সাই পল্লবী পরিশ্রমিক কয়েকগুণ বৃদ্ধি পেয়েছে। দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা ধানুশ ও সাই পল্লবী জুটিকে আবারও বড় পর্দায় একসঙ্গে দেখার সম্ভাবনা তৈরি হয়েছে। ‘মারি টু’ সিনেমায় এই জুটির অনবদ্য রসায়ন এবং ‘রাউডি বেবি’ গানের অভাবনীয় সাফল্যের পর ভক্তরা দীর্ঘদিন ধরে তাদের পুনর্মিলনের অপেক্ষায় ছিলেন। অবশেষে সেই অপেক্ষার অবসান হতে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।
ধানুশের পরবর্তী সিনেমা ‘ডি৫৫’ (সাময়িক নাম)-এ তার বিপরীতে নায়িকা হিসেবে সাই পল্লবীর নাম জোরালোভাবে শোনা যাচ্ছে। সিনেমাটি পরিচালনা করবেন রাজকুমার পেরিয়াসামি। শুরুতে এই সিনেমার নায়িকা হিসেবে পূজা হেগড়ের নাম শোনা গিয়েছিল। পরে মীনাক্ষী চৌধুরীর নামও আলোচনায় আসে। তবে সর্বশেষ খবর অনুযায়ী, নির্মাতারা সাই পল্লবীকেই ধানুশের বিপরীতে চূড়ান্ত করার পরিকল্পনা করছেন। যদিও এখন পর্যন্ত সিনেমা সংশ্লিষ্টদের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি, তবুও এই খবরে তামিল সিনেমার ভক্তদের মধ্যে উচ্ছ্বাস ছড়িয়ে পড়েছে।
ধানুশ ও সাই পল্লবী প্রথমবার জুটি বেঁধেছিলেন ‘মারি টু’ সিনেমায়। সেই সিনেমার ‘রাউডি বেবি’ গানটি ইউটিউবে ১ বিলিয়ন ভিউয়ের মাইলফলক স্পর্শ করে প্রথম দক্ষিণ ভারতীয় গান হিসেবে ইতিহাস সৃষ্টি করেছিল। আগামী বছরের শুরুর দিকে ‘ডি৫৫’ সিনেমার শুটিং শুরুর পরিকল্পনা রয়েছে নির্মাতার। বর্তমানে চলছে প্রি-প্রোডাকশনের কাজ।
সাই পল্লবী অভিনীত ‘থান্ডেল’ মুক্তি পেয়েছে গত ৭ ফেব্রুয়ারি। ইদানীং তিনি বলিউডেও বেশ ব্যস্ত সময় পার করেছেন। আমির খানের পুত্র জুনায়েদ খানের বিপরীতে তার অভিনীত হিন্দি সিনেমা ‘মেরে রাহো’র মাধ্যমে বলিউডে তার অভিষেক হতে যাচ্ছে। আগামী ১২ ডিসেম্বর মুক্তি পাবে নতুন এ সিনেমাটি। পাশাপাশি নিতেশ তিওয়ারি পরিচালিত মেগা প্রজেক্ট ‘রামায়ণ’-এ সীতা চরিত্রে রণবীর কাপুরের বিপরীতে অভিনয় করছেন তিনি। এর বাইরে আরও বেশ কয়েকটি নতুন বলিউডি প্রজেক্টে তার যুক্ত হওয়ার কথা শোনা যাচ্ছে জোরালোভাবে। যেখানে বলিউডের সুপারস্টার অভিনেতাদের সঙ্গে জুটি বেঁধে পর্দায় আসবেন এই মেধাবী নায়িকা। সীতার ভূমিকায় সাই পল্লবীকে দেখার জন্য মুখিয়ে আছে সকলেই। সব ঠিক থাকলে চলচ্চিত্রটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ২০২৬ সালের ৮ নভেম্বর।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন