এ প্রজন্মের অন্যতম আলোচিত সংগীতশিল্পী মৌমিতা তাশরিন নদী। গ্ল্যামারাস ও মিষ্টি গায়কীর এই শিল্পী এরই মধ্যে বেশ কিছু মৌলিক গান উপহার দিয়েছেন, যেসব বেশ শ্রোতাপ্রিয়তাও পেয়েছে। তারই ধারাবাহিকতায় মিষ্টি গায়কীর শ্রোতাপ্রিয় এই সংগীতশিল্পী শ্রোতাদের জন্য নিয়ে এলেন নতুন উপহার। আর তা হলো তার নতুন একক গান ‘তুমিহীনা’। সম্প্রতি নদীর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পেয়েছে।
নতুন গানটির কথা লিখেছেন নদী নিজেই। তার সঙ্গে লেখায় সহযোগিতা করেছেন হৃদয় হাসিন ও হেমা। গানটির সুর করেছেন নদী ও হৃদয় হাসিন। আর মিউজিক এরেঞ্জমেন্টে ছিলেন হৃদয় হাসিন। এ ছাড়া রিদম প্রোগ্রামিং করেছেন সায়েম রহমান। ‘তুমিহীনা’ গানটির মিউজিক ভিডিও পরিচালনায় ছিলেন সোহেল রাজ। মিউজিক ভিডিওতে মডেল হিসেবে রয়েছেন গায়িকা নিজেই।
নতুন গান নিয়ে নদী বলেন, ‘এই গানটি আমার কাছে নানা কারণে একটু বিশেষ। একটু ব্যাখ্যা দিয়ে বলতে গেলে বলতে হয় যে, নানা কারণে আমাদের শিল্পীদের সবসময় নিজের পছন্দ মতো কাজ করা হয় না। যে কারণে এবার একেবারেই আমার নিজের ভালো লাগাগুলোকে প্রাধান্য দিয়েই গানটি করেছি। গান লেখা বা সুর করার কাজ অনেক আগে থেকেই করে আসছি। কিন্তু নিজের ভেতরের যে চাওয়াটা সেভাবে গান আমার করা হয়ে উঠছিল না। সে কারণে এবার কথা, সুর ও মিউজিক এরেঞ্জমেন্টে থেকে শুরু করে ভিডিও নির্মাণ পর্যন্ত আমার ভালো লাগার ব্যাপারটাই ছিল মূল। আমি ব্যক্তিগতভাবে আনন্দিত নিজের ভালো লাগার একটি কাজ করতে পেরে।’
কথা প্রসঙ্গে নদী আরও বললেন, ‘গানটি একটু ভিন্ন আঙ্গিকের হওয়ার কারণে হয়তো সবার কাছে ভালো নাও লাগতে পারে। কিন্তু আমি এমন ধরনের গান করতে চেয়েছিলাম সবসময়ই। যেকোনো গান আমার সঙ্গে বা আমার ব্যক্তিত্ব কিংবা আমি মানুষটার সঙ্গে মানিয়ে নিতে না পারলে আমি গাইতে পছন্দ করি না। সেদিক থেকে ‘তুমিহীনা’ সম্পূর্ণ আমার মতো একটি গান, আমি মানুষটা যেমন ঠিক তেমন। ভালো লাগছে এই ভেবে যে, নিজের ভালো লাগার মতো একটা গান করতে পেরেছি। শ্রোতাদের জন্য বলতে চাই আপনারাই একজন শিল্পীর কাজকে বাঁচিয়ে রাখেন ভালোবাসা ও উৎসাহ দিয়ে। গানটি আমার খুব পছন্দের একটা কাজ। গানটি শুনে আপনাদের মতামত জানাবেন।’
নদী জানালেন, ‘তুমিহীনা’ গানটি নির্মিত হয়েছে তার নিজস্ব ব্যানার ‘নদীমাতৃক প্রোডাকশন’ থেকে। আর ইউটিউব ছাড়াও স্পটিফাই, অ্যাপেল মিউজিকসহ দেশি ও আর্ন্তজাতিক বেশকিছু মিউজিক প্ল্যাটফর্মে শুনতে পাওয়া যাবে গানটি।
ধীরে পথচলায় বিশ্বাসী নদী। যে কারণে সমসাময়িক সহশিল্পীদের থেকে তার গানের সংখ্যা কম। নদী বলেন, ‘আমি নিয়মিত গান প্রকাশের বাসনায় দিনরাত ছুটে বেড়াই না। কাউকে গান গাওয়ানোর অনুরোধও করি না। সে হিসেবে অন্যদের তুলনায় আমার গানের সংখ্যা কম হবেÑ স্বাভাবিক। সংখ্যার চেয়ে আমি মানে বিশ্বাসী। কাজ কম করব তবে শ্রোতা হৃদয়ে থাকতে চাই। সেভাবেই এগিয়ে যাচ্ছি। নতুন বছর নতুন কিছু গান আসবে। তা নিয়ে পরিকল্পনা চলছে।’
প্রসঙ্গত, নদীর গাওয়া ‘জলছায়া’, ‘নিঃশ্বাস’, ‘রঙিলা আকাশ’, ‘অচিনপুর’, ‘মুগ্ধতা’, ‘আমার তো কেউ নেই তুমি ছাড়া’, ‘দেশি গার্ল’, ‘হারানো যাবে না’, ‘কথা দিলাম’, ‘তোমাকে দেব না হারাতে’, ‘পোড়ামন ২’ সিনেমায় গাওয়া ‘সুতো কাটা ঘুড়ি’সহ বেশকিছু গান শ্রোতাদের কাছে ব্যাপকভাবে জনপ্রিয়।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন