রেনেসাঁ ঢাকা গুলশান হোটেলে আজ অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী ও আনন্দঘন ক্রিসমাস কেক মিক্সিং ও ট্রি লাইটিং অনুষ্ঠান, যা আয়োজন করা হয় জি.বি.সি. লবির লেভেলে। উৎসবমুখর এই আয়োজনে যোগ দেন দেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম, প্রভাবশালী সোশ্যাল মিডিয়া ইনফুয়েন্সার, সম্মানিত অতিথি, এবং হোটেলের সংশ্লিষ্ট কর্মকর্তারা।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হোটেলের জিএম মো. আল আমিন, পাশাপাশি সকল বিভাগীয় প্রধান এবং হোটেলের অ্যাসোসিয়েটবৃন্দ। সবাই একসঙ্গে ক্রিসমাসের ঐতিহ্যবাহী কেক মিক্সিং অনুষ্ঠানে অংশগ্রহণ করেন, যেখানে বিভিন্ন ধরনের ফ্রুট সিরাপ, ড্রাই ফ্রুট, বাদাম, ক্যান্ডিড পিল এবং সুগন্ধি মশলার সমন্বয়ে প্রস্তুত করা হয় উৎসবের প্রতীকী মিশ্রণ।
পরবর্তীতে অনাড়ম্বর পরিবেশে আলোকিত করা হয় ঝলমলে ক্রিসমাস ট্রি, যা লবি এলাকা জুড়ে ছড়িয়ে দেয় উৎসবের উষ্ণতা ও আনন্দ।

সর্বশেষ খবর পেতে রুপালী বাংলাদেশের গুগল নিউজ চ্যানেল ফলো করুন
আপনার ফেসবুক প্রোফাইল থেকে মতামত লিখুন