ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

‘ইসরায়েল সন্ত্রাস ছড়াচ্ছে’,মুখ ফসকে বললেন মার্কিন দূত

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:২০ এএম

ইরান-ইসরায়েল সংঘাতে দুই পক্ষেরই ঝরছে প্রাণ। হামলা ও পাল্টা হামলায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। এমন প্রেক্ষাপটে গত শুক্রবার জাতিসংঘ নিরাপত্তা পরিষদের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকেও উত্তপ্ত বাদানুবাদ হয়েছে। বৈঠকে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ডরোথি শিয়ার করা এক বক্তব্য নিয়ে চলছে আলোচনা। তিনি তার বক্তব্যে মুখ ফসকে বলেন, ‘মধ্যপ্রাচ্যে বিশৃঙ্খলা, সন্ত্রাস ও দুর্ভোগ ছড়াচ্ছে ইসরায়েল।’ তবে তিনি মূলত ইসরায়েল নামটি নিয়েছেন ভুল করে। তিনি বোঝাতে চেয়েছিলেন ইরানের কথা। ইসরায়েলের নাম নেওয়ার পরপরই তিনি তার বাক্যটি পুনরায় বলেন। তিনি ইরানের কড়া সমালোচনা করেন। তুর্কি বার্তা সংস্থা আনাদুলু এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে। ইরানকে দায়ী করে ডরোথি শিয়া বলেন, ‘নিজেদের পারমাণবিক কর্মসূচি সংযত করার জন্য তেহরানের একটি চুক্তিতে রাজি হওয়া উচিত ছিল।’ দ্য নিউইয়র্ক টাইমসের খবরে বলা হয়েছে, নিরাপত্তা পরিষদে বৈঠকে ইরান ও ইসরায়েল তাদের মিত্রদের সঙ্গে নিয়ে একে অপরের বিরুদ্ধে সংঘাতের দায় চাপানোর চেষ্টা করে।