ঢাকা রবিবার, ০৬ জুলাই, ২০২৫

অবশেষে ইসরায়েলি হামলার নিন্দা আরব নেতাদের

রূপালী ডেস্ক
প্রকাশিত: জুলাই ৬, ২০২৫, ১০:২০ এএম

ইরানে ইসরায়েলি বিমান হামলার নবম দিনের মাথায় মুখ খুললেন আরব দেশগুলোর নেতারা, জানিয়েছেন নিন্দাও। একই সঙ্গে সামরিক উত্তেজনা বৃদ্ধি তাৎক্ষণিক বন্ধের আহ্বানও জানিে ছে আরবের মুসলিম দেশগুলোর সংগঠন আবর লিগ। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলু গতকাল শনিবার এক প্রতিবেদনে বলেছে, আরব লিগের পররাষ্ট্রমন্ত্রীরা মধ্যপ্রাচ্যে সংঘাত, বিশেষ করে গত ১৩ জুন থেকে শুরু হওয়া ইরানে ইসরায়েলি হামলা নিয়ে আলোচনা করার জন্য ইস্তাম্বুলে বৈঠক করেছেন। ২১-২২ জুন অনুষ্ঠিতব্য ইসলামী সহযোগিতা সংস্থার (ওআইসি) পররাষ্ট্রমন্ত্রী পরিষদের ৫১তম অধিবেশনে অংশ নিতে মন্ত্রীরা তুরস্কের রাজধানীত আঙ্কারায় অবস্থান করছেন। জরুরি বৈঠকের পর জারি করা চূড়ান্ত বিবৃতিতে বলা হয়েছে, ইসরায়েলি হামলা ‘জাতিসংঘের সদস্য রাষ্ট্রের সার্বভৌমত্বের স্পষ্ট লঙ্ঘন এবং আঞ্চলিক শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি’। আরব লিগ জাতিসংঘের নিরাপত্তা পরিষদকে দ্রুত পদক্ষেপ নেওয়ার এবং উত্তেজনা বন্ধের জন্য দায়িত্ব গ্রহণের আহ্বান জানিয়েছে। সেই সঙ্গে সতর্ক করে বলেছে, এটি করতে ব্যর্থ হলে অঞ্চলটি আরও গভীর অস্থিতিশীলতার দিকে ঠেলে দিতে পারে। পররাষ্ট্রমন্ত্রীরা ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনায় ফিরে আসার আহ্বান জানিয়েছেন এবং উত্তেজনা কমাতে কূটনৈতিক প্রচেষ্টার প্রতি সমর্থন জানিয়েছেন।
পরমাণু প্রকল্প ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংলাপ ভণ্ডুল করতে ইরানে ইসরায়েল হামলা করেছে বলেও উল্লেখ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শনিবার তুরস্কের ইস্তাম্বুল শহরে মুসলিম দেশগুলোর আন্তর্জাতিক সংস্থা অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সম্মেলন শুরু হয়েছে। ইসরায়েলকে মধ্যপ্রাচ্যে শান্তি স্থাপনের পথে সবচেয়ে বড় বাধা বলে মনে করেন তুরস্কের প্রেসিডেন্ট। সেখানে সংস্থার সদস্যরাষ্ট্র তুরস্কের রাষ্ট্র ও সরকারপ্রধান হিসেবে বক্তব্য দিয়েছেন এরদোয়ান। নিজ বক্তব্যে ইরানের ওপর ইসরায়েলের হামলাকে ‘পুরোপুরি গুন্ডামি’ উল্লেখ করে এরদোয়ান বলেন, ‘ইরানে ইসরায়েল যা করছে, তা পুরোপুরি গুন্ডামি। নেতানিয়াহুর নেতৃত্বাধীন সরকার চায় (পরমাণু প্রকল্প ইস্যুতে) যুক্তরাষ্ট্রের সঙ্গে ইরানের আলোচনা ভণ্ডুল হোক, হামলার মূল কারণ এটাই।’ ‘বিশ্বের মুসলিম দেশগুলোর প্রতি আমার অনুরোধ, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের সঙ্গে সংগতি রেখে আপনারা ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ নিন।’