ঢাকা শুক্রবার, ২৫ জুলাই, ২০২৫

জাপান-যুক্তরাষ্ট্রের বাণিজ্য চুক্তি, ১০ শতাংশ শুল্ক হ্রাস

ভিনদেশ ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৪, ২০২৫, ১২:৫৬ এএম

জাপানের সঙ্গে যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে বড় বাণিজ্য চুক্তি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এতে, জাপানের ওপর ২৫ শতাংশ থেকে কমিয়ে শুল্ক ধার্য করা হয়েছে ১৫ শতাংশ। এ ছাড়া যুক্তরাষ্ট্রের বাজারে ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে টোকিও।

চুক্তি নিয়ে বেশ উৎফুল্ল জাপান। এদিকে, ফিলিপিন্সের সঙ্গেও বাণিজ্য চুক্তি সম্পন্নের ঘোষণা দিয়েছেন ট্রাম্প। ওয়াশিংটন বলছে, শুল্ক যুদ্ধে এসব চুক্তি তাদের জন্য বড় অর্জন। আগামী পহেলা আগস্টের আগেই যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও বাণিজ্য চুক্তি নিয়ে সমঝোতায় পৌঁছাতে দৌড়ঝাঁপ করছে বিভিন্ন দেশ।

আলোচনার মাধ্যমে শুল্কের বোঝা কমাতে মরিয়া দেশগুলো। অন্যদিকে বাণিজ্য যুদ্ধে না জড়িয়ে কূটনৈতিক সমাধানে আগ্রহী ট্রাম্প প্রশাসনও। যুক্তরাষ্ট্রের অন্যতম বাণিজ্য অংশীদার জাপানের সঙ্গে ঐতিহাসিক একটি চুক্তিতে পৌঁছানোর কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

চুক্তির আওতায় জাপানি পণ্যের ওপর শুল্কের হার ২৫ থেকে কমিয়ে ১৫ শতাংশ করা হয়েছে। বিনিময়ে যুক্তরাষ্ট্রে ৫৫ হাজার কোটি ডলার বিনিয়োগ করবে জাপান। এ ছাড়া নতুন বাণিজ্য চুক্তির আওতায় গাড়ি, চাল, ট্রাক ও কৃষিসামগ্রীসহ বিভিন্ন মার্কিন পণ্যের জন্য উন্মুক্ত থাকবে জাপানের বাজার। দুই পক্ষের স্বার্থ রক্ষা করেই চুক্তির বিষয়ে সমঝোতা হয়েছে বলে জানান জাপানের প্রতিনিধি।