ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

মালয়েশিয়ায় বাংলাদেশিসহ আটক ১৯৮

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ০৪:১৯ এএম
কুয়ালালামপুর বিমানবন্দরে আটক বিদেশিরা। ছবি- সংগৃহীত

পর্যটন ভিসায় মালয়েশিয়ায় প্রবেশের চেষ্টা করলেও কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বাংলাদেশিসহ ১৯৮ বিদেশিকে ফিরিয়ে দিয়েছে দেশটির অভিবাসন কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার (২৪ জুলাই) মালয়েশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বার্নামার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

সীমান্ত নিয়ন্ত্রণ ও সুরক্ষা সংস্থার (একেএসইএস) মহাপরিচালক দাতুক সেরি শুহাইলি মোহাম্মদ জাইন সংবাদ সম্মেলনে জানান, আটক ব্যক্তিরা অভিবাসন আইনের নির্ধারিত শর্ত পূরণে ব্যর্থ হয়েছেন। অনেকের কাছে পর্যাপ্ত অর্থ, বৈধ কাগজপত্র বা হোটেল বুকিং ছিল না, আবার কেউ কেউ ভ্রমণের যথাযথ উদ্দেশ্যও ব্যাখ্যা করতে পারেননি। ফলে তাদের ‘নট টু ল্যান্ড’ (এনটিএল) তালিকায় রেখে দেশে ফেরত পাঠানো হয়েছে।

বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, টার্মিনাল-১ থেকে আটক ১২৮ জন যাত্রীর মধ্যে ১২৩ জনই বাংলাদেশি। বাকিরা পাকিস্তান, ইন্দোনেশিয়া ও সিরিয়ার নাগরিক। টার্মিনাল-২ থেকে আটক ৭০ জনের মধ্যে ৫১ জন ইন্দোনেশিয়ান, ১৩ জন ভারতীয়, চারজন পাকিস্তানি ও দুইজন ভিয়েতনামী ছিলেন।

মহাপরিচালক শুহাইলি আরও জানান, আটককৃতদের কয়েকজনের মোবাইল ফোনে মালয়েশীয় অভিবাসন কর্মকর্তাদের ছবি পাওয়া গেছে, যা সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি হিসেবে বিবেচনা করে তদন্ত শুরু করা হয়েছে। এদের মধ্যে কেউ মানবপাচার চক্র বা সংঘবদ্ধ সিন্ডিকেটের সঙ্গে জড়িত কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।

এর আগেও, ১১ জুলাই কুয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর থেকে একইভাবে পর্যটন ভিসায় আসা ৯৬ জন বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়েছিল।

আটক যাত্রীদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর দায়িত্ব সংশ্লিষ্ট এয়ারলাইন্সকে নিতে বলা হয়েছে বলে কর্তৃপক্ষ জানিয়েছে। মালয়েশিয়ায় ভিসার অপব্যবহার রোধে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার ইঙ্গিতও দিয়েছে অভিবাসন কর্তৃপক্ষ।