ঢাকা শনিবার, ২৬ জুলাই, ২০২৫

ফিলিস্তিনকে ফ্রান্সের স্বীকৃতির পরিকল্পনা গুরুত্বহীন: ট্রাম্প

বিশ্ব ডেস্ক
প্রকাশিত: জুলাই ২৫, ২০২৫, ১০:৩৫ পিএম
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি- সংগৃহীত

ফিলিস্তিনকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে যাচ্ছে ফ্রান্স। তবে এই স্বীকৃতি দেওয়ার পরিকল্পনার কোনো কার্যকর প্রভাব নেই বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন ট্রাম্প। সংবাদমাধ্যম আল জাজিরা শুক্রবার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে।

ট্রাম্প বলেন, ‘ভালো খবর হলো, উনার এই (ইমানুয়েল ম্যাক্রোঁ) কথার কোনো গুরুত্ব নেই। এতে কিছুই পরিবর্তন হবে না।’

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ‘তিনি খুব ভালো মানুষ, আমি তাকে পছন্দ করি। কিন্তু এই বক্তব্যের কোনো গুরত্ব নেই।’

ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ আগামী সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদে ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছেন বলে জানা গেছে।

এদিকে ট্রাম্প জানান, তিনি সম্প্রতি ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর সঙ্গে ফোনে কথা বলেছেন, যেখানে গাজায় মানবিক সহায়তা পৌঁছাতে আকাশপথে ত্রাণ পাঠানোর সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

তবে এই আলোচনার বিষয়ে বিস্তারিত না জানালেও তিনি এটিকে ‘কিছুটা হতাশাজনক’ বলেও অভিমত দেন। ট্রাম্প বলেন, ‘গাজায় অনাহারে থাকা ফিলিস্তিনিদের কাছে মানবিক সহায়তা পৌঁছানোর বিষয়ে আমরা আরও পদক্ষেপ নেব।’

এই ফোনালাপটি এমন এক সময়ে হয় যখন ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে, গাজায় আবারও ত্রাণ সরবরাহের জন্য বিমান থেকে সহায়তার অনুমতি খুব শিগগিরই দেওয়া হতে পারে, যদিও তা আগে খুব একটা কার্যকর হয়নি।