- ইউক্রেনে এক দিনে ১,২৫০ সেনা নিহত, দাবি রাশিয়ার
- ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতি
- মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ
- ইউক্রেন যুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে ভারত!
আগামী শুক্রবার ৮ আগস্ট। এই দিনের মধ্যে ইউক্রেনের সঙ্গে যুদ্ধবিরতিতে রাজি না হলে রাশিয়াকে কঠোর নিষেধাজ্ঞা ভোগ করার হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চলতি সপ্তাহে মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফের মস্কো সফরের কথা জানিয়ে এ হুমকি দিলেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ঘনিষ্ঠ উপদেষ্টা স্টিফেন মিলার বলেছেন, রাশিয়া থেকে তেল কিনে ইউক্রেন যুদ্ধে অর্থায়ন করছে ভারত। মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজের এক অনুষ্ঠানে অংশ নিয়ে তিনি এ কথা বলেন। দিল্লি-মস্কো বাণিজ্য বন্ধে যুক্তরাষ্ট্রের চাপের মধ্যে এই মন্তব্য এলো। এর আগে রাশিয়ার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনের নির্দেশের পর কামান ও সাবমেরিন-বিধ্বংসী যৌথ মহড়া শুরু করেছে রাশিয়া-চীন। ইউক্রেনে যুদ্ধ বন্ধের বিষয়ে কোনো অগ্রগতি না হওয়ায় রাশিয়ার ওপর ক্রমেই ক্ষোভ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। সম্প্রতি রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের ঘনিষ্ঠ সহযোগী ও দেশটির সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভের পারমাণবিক হুমকিতে যা আরও তীব্র হচ্ছে। যার কারণে রাশিয়ার কাছে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েনেরও নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। এমন উত্তেজনার মধ্যেই যুদ্ধবিরতির বিষয়ে আলোচনার জন্য ৬ অথবা ৭ আগস্ট মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ রাশিয়া সফর করবেন বলে বার্তা দিলেন ট্রাম্প। এমনকি ৮ আগস্টের মধ্যে রাশিয়া যুদ্ধবিরতিতে সম্মত না হলে কঠোর নিষেধাজ্ঞা আরোপের বিষয়ে আবারও হুমকি দিয়েছেন তিনি। এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘আগামী সপ্তাহে রাশিয়া সফরে যেতে পারেন যুক্তরাষ্ট্রের বিশেষ দূত স্টিভ উইটকফ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল রোববার নিজেই এ খবর দিয়েছেন। ওয়াশিংটন ও মস্কোর মধ্যে চলা উত্তেজনার মধ্যেই এ ঘোষণা এলো। ইউক্রেন যুদ্ধ অবসানে চুক্তিতে রাজি হতে রাশিয়াকে ৮ আগস্ট পর্যন্ত সময় বেঁধে দিয়েছেন ট্রাম্প, নতুবা দেশটির ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের হুমকি দিয়েছেন তিনি। যদিও সেসব নিষেধাজ্ঞা কী হতে পারে ট্রাম্প তা নির্দিষ্ট করে বলেননি। এ নিয়ে ওয়াশিংটন ও মস্কোর মধ্যে উত্তেজনা বাড়ছে। রোববার সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় ট্রাম্প বলেন, সাবেক রুশ প্রেসিডেন্ট ও বর্তমানে দেশটির জাতীয় নিরাপত্তা পরিষদের ডেপুটি চেয়ারম্যান দিমিত্রি মেদভেদেভের সঙ্গে অনলাইনে বাগ্বিত-ার পর তিনি যে দুটি পারমাণবিক সাবমেরিন মোতায়েন করেছেন, সেগুলো এখনো ‘ওই অঞ্চলে’ অবস্থান করছে। ইউক্রেনে চলমান যুদ্ধে মাত্র এক দিনে দেশটির ১ হাজার ২৫০ সেনা নিহত হয়েছে বলে দাবি করেছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। রোববার মস্কো থেকে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের ভাষ্য মতে, ইউক্রেনের বিভিন্ন যুদ্ধাঞ্চলে দায়িত্বপ্রাপ্ত রাশিয়ান বাহিনী গত ২৪ ঘণ্টায় একযোগে অভিযান চালিয়ে ইউক্রেনীয় বাহিনীকে গুরুতর ক্ষয়ক্ষতির মুখে ফেলে। মন্ত্রণালয় জানায়, সুমি অঞ্চলের ‘নর্থ’ যুদ্ধক্ষেত্রে ১৮৫ জন ইউক্রেনীয় সেনা নিহত হয়েছে। খারকিভ ও দোনেৎস্ক অঞ্চলের ‘ওয়েস্ট’ এলাকায় নিহত হয়েছে ২২০ জন। দোনেৎস্কের অন্যান্য অংশজুড়ে ‘সাউথ’ এলাকায় নিহত হয়েছে আরও ১৮৫ জন। এ ছাড়া ‘সেন্টার’ এলাকায় ৩৭৫ জন এবং ‘ইস্ট’ এলাকায় ২০০ জনের বেশি সেনা প্রাণ হারিয়েছে বলে জানানো হয়। ইউক্রেনের ‘দনিপ্র’ ফ্রন্টেও আরও ৮৫ জন সেনা নিহত হয়েছে বলে দাবি করা হয়। এ ছাড়া রাশিয়ার পক্ষ থেকে আরও জানানো হয়, অভিযানে ইউক্রেনের একাধিক ট্যাংক, সাঁজোয়া যান, কামান, রাডার ও যোগাযোগ স্টেশন, গোলাবারুদ গুদাম এবং মার্কিন ও ইসরায়েলি প্রযুক্তিসম্পন্ন সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি বলেছেন, মস্কোর সঙ্গে বন্দিবিনিময়ের জন্য কিয়েভ একটি তালিকা তৈরি করছে। গত মাসে তুরস্কে অনুষ্ঠিত সর্বশেষ বৈঠকে উভয় পক্ষ এই চুক্তিতে একমত হয়েছিল। খবর আনাদোলুর। এক সংবাদ সম্মেলনে বলা হয়, উভয় পক্ষই প্রতিটি পক্ষের ১ হাজার ২০০ যুদ্ধবন্দির সঙ্গে পূর্ববর্তী বিনিময় সম্পন্ন করেছে এবং একই বিন্যাসে তারা নতুন বন্দি বিনিময়ের বিষয়েও একমত হয়েছে।