ইউক্রেনের রাজধানীতে সরকারি ভবনসহ বহু স্থাপনায় নজিরবিহীন ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত চারজন নিহত হন। এ ছাড়া আহত হন আরও অনেকে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, দিয়েছেন নিষেধাজ্ঞার ঘোষণা। ইউক্রেন সংঘাত বন্ধে পুতিনের সঙ্গে এ সপ্তাহেই আলোচনা হতে পারে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেই আলোচনায় ইউক্রেন ইস্যু প্রাধান্য পাবে বলেও জানিয়েছেন ট্রাম্প। এদিকে রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা প্রস্তুতির কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করতে গতকাল সোমবার ও আজ বুধবার আলাদাভাবে ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্র ভ্রমণ করতে পারেন।
ইউক্রেন যুদ্ধ অবসানে পুতিনের সঙ্গে ট্রাম্পের আলোচনার প্রায় এক মাস হতে চলল। তবে সংঘাত বন্ধে কোনো অগ্রগতি নেই। উলটো বেড়েছে রাশিয়ার হামলার তীব্রতা। গত শনিবার রাতে আট শতাধিক ড্রোন ও মিসাইল দিয়ে ইউক্রেনে সবচেয়ে বড় হামলা চালায় রাশিয়া। এতে ইউক্রেনের একটি সরকারি ভবন ক্ষতিগ্রস্ত হয়। যুদ্ধ শুরুর পর এবারই প্রথম কিয়েভের সরকারি কোনো ভবনে হামলা চালালো মস্কো। এ অবস্থায় রাশিয়া-ইউক্রেন পরিস্থিতি নিয়ে উদ্বেগ জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ইউএস ওপেন থেকে নিউইয়র্কে ফিরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডোনাল্ড ট্রাম্প জানান, শিগগিরই কথা বলবেন রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিনের সঙ্গে। রাশিয়ার গণমাধ্যমের খবর বলছে, এ সপ্তাহেই হতে পারে এই আলোচনা। আর সেখানে ইউক্রেন যুদ্ধ বন্ধের বিষয়টি সবচেয়ে বেশি প্রাধান্য পাবে।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেন, ‘খুবই তাড়াতাড়ি আলোচনা হবে। আগামী কয়েক দিনের মধ্যেই। রাশিয়া ইউক্রেন পরিস্থিতি আমরা শেষ করতে যাচ্ছি। আমি নিশ্চিত, আমরা এটি শেষ করতে যাচ্ছি।’ এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধের উপায় নিয়ে আলোচনা করতে গতকাল ও আজ আলাদাভাবে ইউরোপীয় নেতারা যুক্তরাষ্ট্র সফর করতে পারেন। ট্রাম্প জানান, এ ব্যাপারে হোয়াইট হাউস তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে পারবে না। তবে রাশিয়ার বিরুদ্ধে দ্বিতীয় দফা নিষেধাজ্ঞা প্রস্তুতির কথা জানান ট্রাম্প।
এদিন যুক্তরাষ্ট্রের ট্রেজারি সেক্রেটারি স্কট বেসেন্ট জানান, রাশিয়ার ওপর চাপ প্রয়োগ করতে প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস। পুতিনকে আলোচনার টেবিলে আনার জন্য ইউরোপীয় নেতাদের পাশে চায় ওয়াশিংটন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, আগামী কয়েক দিনের মধ্যেই ভøাদিমির পুতিনের সঙ্গে তার ফোনালাপ হওয়ার কথা রয়েছে। ওয়াশিংটন সংলগ্ন অ্যান্ড্রুজ এয়ার ফোর্স বেসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, আগামী কয়েক দিনের মধ্যেই পুতিনের সঙ্গে কথা হবে। ইউক্রেন সংঘাত নিরসন প্রসঙ্গে তিনি আরও যোগ করেন, আমরা এটি সমাধান করব। রাশিয়া-ইউক্রেন পরিস্থিতিতে আমি আত্মবিশ্বাসী যে আমরা এটি সমাধান করতে পারব। এর আগে ৪ সেপ্টেম্বর ট্রাম্প ঘোষণা করেছিলেন যে তিনি শিগগিরই পুতিনের সঙ্গে কথা বলবেন।