সৌদি আরবজুড়ে অবৈধভাবে বসবাস, সীমান্ত অতিক্রম ও শ্রম আইন লঙ্ঘনের বিরুদ্ধে পরিচালিত সপ্তাহব্যাপী অভিযানে ২১ হাজার ৩৩৯ জনকে গ্রেপ্তার করেছে দেশটির নিরাপত্তা বাহিনী। গতকাল রোববার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে গালফ নিউজ। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ৪ থেকে ১০ সেপ্টেম্বর পর্যন্ত যৌথ এই অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে ১২ হাজার ৯৫৫ জন আবাসন আইন, ৪ হাজার ১৯৮ জন সীমান্ত নিরাপত্তা আইন এবং ৪ হাজার ১৮৬ জন শ্রম আইন ভঙ্গ করেছেন। গ্রেপ্তারদের মধ্যে এরই মধ্যেই ১১ হাজার ৬৮৭ জনকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।
আরও ২৫ হাজার ১৩৩ জন নিজ নিজ দূতাবাসের মাধ্যমে ভ্রমণ নথি সংগ্রহের প্রক্রিয়ায় রয়েছেন এবং ভ্রমণের আনুষ্ঠানিকতা সম্পন্ন করছেন ২ হাজার ৩৪৯ জন। কর্তৃপক্ষ জানায়, ১ হাজার ৩১৪ জন আটক হন সীমান্ত অতিক্রমের সময়। তাদের মধ্যে ৪৩ শতাংশ ইয়েমেনি, ৫৬ শতাংশ ইথিওপিয়ান এবং বাকিরা অন্য দেশের নাগরিক। একই সময়ে অবৈধভাবে দেশ ত্যাগের চেষ্টা করায় ২৫ জনকে আটক করা হয়। এ ছাড়া অবৈধ বিদেশিদের পরিবহন, আশ্রয় বা চাকরি দেওয়ার অভিযোগে ২৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। বর্তমানে ৩২ হাজার ২৮০ জন প্রবাসীর মধ্যে ২৯ হাজার ১৫৫ জন পুরুষ ও ৩ হাজার ১২৫ জন নারী আইনি প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।